সারা ভারত সংযুক্ত কিষান মোর্চার ডাকে চাঁদপাড়া বাসস্ট্যান্ডে যশোর রোড অবরোধ

নীরেশ ভৌমিক : সারা ভারত সংযুক্ত কিষান মোর্চার ডাকে কেন্দ্রীয় সরকারের কৃষি বিপণন সংক্রান্ত নয়া জাতীয় নীতির বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় গাইঘাটা ব্লকের চাঁদপাড়া বাসস্ট্যান্ডে যশোর রোড অবরোধ করলো বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সমিতি ও সারা ভারত কিষান মহাসভা।*বক্তা স্বপন ঘোষ ও বাচ্চু বিশ্বাস বলেন, কেন্দ্রীয় সরকার গত ২৫ শে নভেম্বর ২০২৪ ডাকে কৃষি বিপণন সংক্রান্ত নয়া জাতীয় নীতি গ্রহণ করেছে যা দেশের কৃষক সংগঠনগুলির সাথে কোন আলোচনা ও মতামত ছাড়াই।

যেমন কোভিদ কালে লকডাউনের সুযোগে গোপনে তিনটি কর্পোরেট বান্ধব কৃষি আইন এনেছিল। পরবর্তীকালে দেশজুড়ে বিশেষ করে দিল্লির কৃষক আন্দোলনের ফলে কৃষক স্বার্থ বিরোধী সেই তিন কৃষি আইন কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের সাথে আলোচনা করে কৃষকের ফসলের লাভজনক দামের গ্যারান্টি আইন তৈরি করবে। সেই প্রতিশ্রুতি সম্পূর্ণ ভঙ্গ করে মোদি সরকার ঘুর পথে একই উদ্দেশ্যে কর্পোরেট স্বার্থে নয়া কৃষি বিবরণ আইন আনতে চলেছে।

এর ফলে আগামী দিনের দেশে ভয়ানক খাদ্য সংকট দেখা দিতে পারে, বলা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কৃষকরা দেশের বাজারের নাগাল পাবে ও আগাম বাণিজ্যে অভ্যস্ত হবে। আসলে ফটকা কারবারীদের ইশারায় কৃষক ও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা সর্বস্ব খাওয়াবে।ইতিমধ্যে কর্পোরেট স্বার্থে কৃষি জমি অধিগ্রহণ আইন ২০১৩ তে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারি ও বেসরকারি প্রকল্পের জন্য ব্যাপকভাবে কৃষি জমি লুট করা শুরু হয়ে গেছে। এই নয়া কৃষি বিপণন আইন রাজ্য সরকার গুলিকে কার্যকরী করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। ইতিমধ্যে পাঞ্জাব সরকার এই কৃষি বিপণন নীতি প্রত্যাহার করেছে। পশ্চিমবঙ্গ সরকারও যেন প্রত্যাহার করে তার জন্য রাজ্যের কৃষক সংগঠনগুলি দাবি জানাচ্ছে।








