আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

খেলার খবর।

কলকাতার বেলঘরিয়াতে জেলা সিলেকশন তাইকন্ডো প্রতিযোগীতায় হেলেঞ্চার এটিএস একাডেমীর ১৫জন ছেলে মেয়ে লড়ে ছিনিয়ে আনলো ৯ সোনা, ৪ রূপা ও ২ ব্রোঞ্জ পদক

পারফেক্ট টাইম ওয়েব ডেক্স : উত্তর ২৪পরগনা তাইকন্ডো জেলা প্রতিযোগীতায় অংশগ্রহন করে সোনা, রূপা ও ব্রঞ্চ মিলিয়ে মোট ১৫টি পুরস্কার জিতে ফিরলো হেলেঞ্চার এটিএস একাডেমী। জানা গেছে, গত ২১শে মে কলকাতার বেলঘরিয়াতে অনুষ্ঠিত জেলা সিলেকশন প্রতিযোগীতায় উত্তর ২৪পরগনার ১০টি তাইকন্ডো ক্লাবের সাথে হেলেঞ্চার এটিএস একাডেমীর ১৫জন ছেলে মেয়ে সাফল্যের সাথে লড়াই করে ১৫ জনের মধ্যে ৯জন সোনা, ৪জন রূপা ও বাকী ২জন ব্রোঞ্জ পদকে ভৌষিত হয়। হেলেঞ্চার এটিএস একাডেমী কলকাতার বেলঘরিয়ার মত জায়গায় তাইকন্ডো প্রতিযোগীতায় এই বিষ্ময়কর জয় বাগদা ব্লকের মুখ উজ্জ্বল করেছে। এটিএস একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ জহিরুল ইসলাম জানান, এই প্রতিযোগীতায় বিজয়ীরা পরবর্তীতে রাজ্য পর্যায়ের খেলায় অংশ গ্রহনের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *