চাঁদপাড়ার জমজমাট বসন্ত উৎসবে বহু মানুষের সমাগম

নীরেশ ভৌমিক : দোলযাত্রা উপলক্ষে বিগত বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করে চাঁদপাড়া বসন্ত উৎসব উদযাপন কমিটি। গত ১১ মার্চ দোল যাত্রার প্রাক্কালে চাঁদপাড়া চৌরঙ্গী, নুপুর নৃত্যকলা কেন্দ্র ও কলরব

সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বিভিন্ন সংস্থার সদস্য ও কয়েকশো নৃত্যশিল্পীর এক বর্ণময় শোভাযাত্রা জাতীয় সড়ক যশোর রোড ও চাঁদপাড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা শেষে স্থানীয় মিলন সংঘ ময়দানে উপস্থিত হয়।

সুসজ্জিত ময়দানে সন্ধ্যার সন্ধিক্ষণে মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মাধ্যমে আয়োজিত উৎসবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার,

গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, সহ-সভাপতি অজয় দত্ত, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, সদস্য শ্যামল সরকার, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস,

উপ-প্রধান বৈশাখী বিশ্বাস সংস্কৃতি প্রেমী অজিত রায়, সমীর হাজরা, প্রবীর রায়, সুভাষ রায়, ভবেশ দত্ত, সঙ্গীত শিল্পী শোভা নন্দী এছাড়াও ছিলেন গাইঘাটা থানার ওসি রাখহরি ঘোষ প্রমূখ।

উদ্যোক্তারা সকলকে আবিরের ছোঁয়ায় ও স্মারক উপহারে বরণ করে নেন। অন্যতম সংগঠক গোবিন্দ কুন্ডু আগত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান।

উদযাপন কমিটির পক্ষ থেকে এদিন এবছরের প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী ভূষণে ভূষিত স্বনামধন্য ঢাকি গোকুল দাসকে প্রখ্যাত যাত্রা শিল্পী হৃষিকেশ কুন্ডু স্মৃতি সম্মান প্রদান করা হয়।

পদ্মশ্রী শ্রী দাশের হাতে স্মারক ও মানপত্র তুলে দিয়ে সম্মান জানান প্রয়াত যাত্রা শিল্পীর পুত্র নিত্যানন্দ কুন্ডু। মিলন সংঘ ময়দানের সুসজ্জিত অঙ্গনে বিভিন্ন সংগীতের সাথে বনগাঁর মৃদঙ্গম নৃত্য সংস্থা সহ এলাকার পাঁচ

শতাধিক নৃত্য শিল্পীর দর্শনীয় নৃত্যের অনুষ্ঠান সমবেত কয়েক হাজার দর্শকের মন জয় করে নেয়। অনুষ্ঠান প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে যন্ত্র শিল্পী গোপাল দাস ও সহ-শিল্পীদের যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান এবং সঞ্চারী ও

মেলোডি কুইন মিস রিঙ্কি প্রমূখ সংগীত শিল্পীদের গাওয়া বাংলা গান উৎসব অঙ্গনকে মুখরিত করে তোলে। সবকিছু মিলিয়ে এবারের বসন্ত উৎসব বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।








