আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

গোবরডাঙ্গার সংস্কৃতি কেন্দ্রে সাড়ম্বরে অনুষ্ঠিত বর্ধমানের দি পাপেটিয়ার্স এর পুতুল নাট্যোৎসব

সমর বিশ্বাস : বর্ধমানের দি পাপেটিয়ার্স আয়োজিত আন্তর্জাতিক পুতুল নাট্যোৎসব (পুতুল খেলা) শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে তিন দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক পুতুল নাট্য পুতুল খেলা মহা সমারোহে সম্পন্ন হওয়ার পর ৩ মার্চ গোবরডাঙ্গার নকসা পরিচালিত সংস্কৃতি কেন্দ্রে দু’দিন ব্যাপী আয়োজিত দ্বিতীয় পর্বের পুতুল নাট্য উৎসবের উদ্বোধন করেন গোবরডাঙ্গার সংস্কৃতি প্রেমী পৌর প্রধান শংকর দত্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য ঢাকি গোকুল দাস, প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক, স্থানীয় কাউন্সিলর বাসুদেব কুন্ডু, ও নকসার কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস দাস। আয়োজক দি পাপেটিয়ার্স এর প্রাণপুরুষ পার্থপ্রতিম পাল সকলকে অভিনন্দন জানান। সদস্য’গণ উপস্থিত বিশিষ্টজনদের উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলার প্রাচীন সংস্কৃতি পুতুল নাচ ও পুতুল নাটকের চর্চা ও প্রসারে বর্ধমান দি পাপেটিয়ার্স এর মহতী উদ্যোগকে স্বাগত জানান।

সেই সঙ্গে পুতুল নাটককে আরোও মনোগ্রাহী করে তুলতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। গোবরডাঙ্গায় নকশার সাংস্কৃতিক কেন্দ্রে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত পুতুল নাট্য উৎসবের প্রথম দিন ত্রিপুরা পাপেট থিয়েটার পরিবেশন করে প্রভীতাংশু দাস নির্দেশিত পুতুল নাটক ‘চন্ডালিকা’ এবং আসাম প্রদেশের সুরজিৎ একাডেমী মঞ্চস্থ করে পরিচালক বিনীতা দেবী নির্দেশিত রামায়ণের কাহিনীর অবলম্বনে পুতুল নাট্য ‘রাবণ বধ’।

দ্বিতীয় দিন ৪ মার্চ সন্ধ্যায় কলকাতার পার্শ্ববর্তী সুভাষগ্রাম পাপেট থিয়েটার পরিবেশন করে সংস্থার কর্ণধার গৌতম হালদার নির্দেশিত ‘সীতার বনবাস’। এদিনের শেষ নাটক গোবরডাঙ্গার খাঁটুরা শিল্পাঞ্জলি মঞ্চস্থ করে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জীবন কাহিনী উপর দর্শক প্রশংসিত পুতুল নাটক ‘ভারত পথিক’। দি পাপেটিয়ার্স এর কর্ণধার পার্থবাবু জানান, উৎসবের প্রথম পর্বে বর্ধনের সংস্কৃতি লোক মঞ্চে ইতালির কমপেগনিয়া লা ফেবিওলা স্ট্রিং পাপেট পরিবেশন করে। এছাড়াও ছিল সেমিনার ও পুতুল তৈরির কর্মশালা।

পরিবেশিত পুতুল নাটক গুলির কাহিনী, দৃশ্যায়ন, আলো প্রক্ষেপন, প্রাকৃতিক দৃশ্যাবলী, সংগীত, আবহ ইত্যাদি সমবেত দর্শক মন্ডলীর উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে। মনে হয় যেন পুতুল’ই কথা বলছে। গোবরডাঙ্গা নকসার আন্তরিক সহযোগিতায় এবং হলভর্তি দর্শক সাধারনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বর্ধমান দি পাপেটিয়ার্স আয়োজিত রজত জয়ন্তী বর্ষের আন্তর্জাতিক পুতুল নাটক এর উৎসব এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *