হালখাতা অনুষ্ঠানকে ঘিরে হেলেঞ্চা নিউ সাঁতরা হোমিও ফার্মেসীতে হোমিওপ্যাথিক সেমিনার

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হালখাতার অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ১৬ই মার্চ রবিবার হেলেঞ্চা নিউ সাঁতরা হোমিও ফার্ম্মেসীর স্বত্তাধিকারী বাবু সুশান্ত সাঁতরা আয়োজন করেন ২য় বার্ষিক হোমিওপ্যাথিক সেমিনার ২০২৫।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগদার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক তথা বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের সভাপতি ডাঃ উত্তম কুমার সাহা। অনুষ্ঠানে সম্মানিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ বাদল চন্দ্র ঘোষ, ডাঃ বিকাশ হালদার ও ডাঃ দিনেশ চন্দ্র মন্ডল।

প্রথমে অনুষ্ঠান মঞ্চে সভাপতি সহ বিশিষ্ট বক্তাদেরকে ব্যাচ ও ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়। হোমিওপ্যাথির জনক মহাত্মা হ্যানিম্যানের প্রতিকৃতিতে ফুলের মালা অর্পন করেন বা.হো.মে.ফো সভাপতি ডাঃ উত্তম কুমার সাহা, পর্যায়ক্রমে মহাত্মা হ্যানিম্যানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট অতিথিবর্গ সহ উপস্থিত সকল ডাক্তারবাবরা।

তৎপর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক ও কন্ঠশিল্পী ডাঃ চন্দন হালদার। উল্লেখ্য, হেলেঞ্চার নিউ সাঁতরা হোমিও ফার্ম্মেসী প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিতীয় বর্ষীয় শিক্ষামূলক হোমিওপ্যাথিক সেমিনারে বাগদা ব্লকের অসংখ্য হোমিওপ্যাথিক চিকিৎসকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের প্রারম্ভে বাগদা সাঁতরা হোমিও ফার্ম্মেসী ও হেলেঞ্চা নিউ সাঁতরা হোমিও ফার্ম্মেসীর প্রতিষ্ঠালগ্নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য উক্ত প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সুশান্ত বাবু ডাঃ নিমাই শর্ম্মা, ডাঃ শ্রীদীপ রায়, ডাঃ নিশিথ বিশ্বাস সহ কয়েকজন ডাক্তারবাবুকে বিশেষভাবে সন্মানিত করেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি যাঁর মনোজ্ঞ সঞ্চালনার যাদুতে সমৃদ্ধ ও প্রানবন্ত হয় তিনিই বাগদার বিশিষ্ট শিক্ষক, সঙ্গীত শিল্পী ডাঃ চন্দন হালদার।








