চাঁদপাড়া ঢাকুরিয়া ঐক্যতান আবৃত্তি চর্চা কেন্দ্রের বসন্ত উৎসব

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মত এবারও দোলযাত্রা ও হোলি উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করে চাঁদপাড়া ঢাকুরিয়ার ঐক্যতান আবৃত্তি চর্চা কেন্দ্র।

সংস্থার কর্ণধার বিশিষ্ট বাচিক শিল্পী ও শিক্ষিকা মলিনা সাহা বিশ্বাসের উদ্যোগে গত ১৫ই মার্চ মহাসমারোহে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব শ্রীমতি বিশ্বাসের বাসভবনের সুসজ্জিত অঙ্গনে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল অর্পণের মধ্য দিয়ে আয়োজিত উৎসবের সূচনা হয়।

উৎসবে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষক শংকর নাথ , শিক্ষিকা মৃদুলা হালদার, সংস্কৃতিপ্রেমী বিদ্যুৎকান্তি মন্ডল, পরিমল কর , পার্থ ঘোষ ,অলকা মন্ডল, সুমন রায় প্রমূখ। আয়োজক আবৃত্তি শিক্ষিকা ও স্বনামধন্য আবৃত্তিকার উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান।

শুরুতে বসন্তের গান গেয়ে শোনান প্রখ্যাত সংগীত শিল্পী ঝর্ণা মন্ডল। সংস্থার কচিকাঁচা শিক্ষার্থীগণ একক ও সমবেত আবৃত্তি পরিবেশন করে। এছাড়াও ছিল সংগীত ও নৃত্যের অনুষ্ঠান।

শিক্ষক সুকদেব বিশ্বাস ও মানবেন্দ্র হালদারের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান, বিশিষ্ট নিত্য শিল্পী শাশ্বতী দাস পাহাড় ও সুস্মিতা দাসের নিত্যানুষ্ঠান উপস্থিত ছোট বড় সকল দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে। গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রম এর শিক্ষার্থীগণ পরিবেশিত দেশাত্মবোধক ও লোক নৃত্যানুষ্ঠান সকলের ভালো লাগে।

সংস্কৃতি প্রেমী বহু মানুষের উপস্থিতিতে ঐক্যতান আবৃতি চর্চা কেন্দ্র আয়োজিত এদিনের বসন্ত উৎসব উপলক্ষে সমগ্র অনুষ্ঠান সঞ্চালক বিশিষ্ট বাচিক শিল্পী সূর্যকান্ত সরকারের সুচারু পরিচালনায় বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।








