ঈদে বন্ধুবান্ধব নিয়ে আনন্দফুর্তি করতে বাবার কাছ থেকে দাবীমত টাকা না পাওয়ায় আত্মঘাতী পুত্র
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুক : বাগদা, ঈদের দিনে বন্ধুবান্ধব নিয়ে আনন্দফুর্তি করার জন্য দিনমজুর বাবার কছে হাজার টাকা চেয়ে ৫০০টাকা পাওয়ার ক্ষোভে তার পরিবার তথা পাড়ার সকলের ঈদের আনন্দ মাটি করে দিতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল বাগদার পাটকেলগাছা গ্রামের যুবক মিয়ারাজ সাহাজী।
তার বাবা মতিয়ার সাহাজী বলেন বন্ধুবান্ধব নিয়ে আনন্দফুর্তি করার জন্য তার ছেলে তার কাছে এক হাজার টাকা চেয়েছিল ওই মূহুর্তে অত টাকা কাছে না থাকায় পাঁচ’শ টাকা দিয়েছিলেন। সেই ক্ষোভে তার একমাত্র ছেলে মিয়ারাজ সাহাজী পার্শবর্তী লম্বু বাগানে যেয়ে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করে। ঈদের দিনে পাটকেলগাছা গ্রামে এই ঘটনায ঘটায় মাটি হয়ে যায় সমগ্রো ঈদের আনন্দ। শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে।