তেঘরিয়া ছায়াবীথির রক্তদান ও স্বাস্থ্য শিবির

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও গ্রীষ্মের দিনের রক্তের সংকট ঘোচাতে স্বেচ্ছা রক্তদান এবং সেইসঙ্গে বিনাব্যয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে গাইঘাটার গাজনা তেঘরিয়া ছায়াবীথি ফাউন্ডেশনের সদস্য’গণ।

গত ২৩ মার্চ অনুষ্ঠিত রক্তদান শিবিরে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীগণ ৫৮ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন।

সমাজসেবি সংগঠন ছায়াবীথির অন্যতম কর্ণধার ও বিশিষ্ট শিক্ষক অর্ঘ্য সাহা এদিনের অনুষ্ঠিত রক্তদান শিবিরে প্রথম রক্তদাতা বিজন সাহাকে উদ্যোক্তারা বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরের ডাঃ সুকোমল বিশ্বাস, সজল বিশ্বাস, সমীর বিশ্বাস এবং বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ সত্যজিৎ সরকার প্রমূখ বিশিষ্ট চিকিৎসকগণ বিনা পারিশ্রমিকে শিবিরে আগত রোগীদের

স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন। বিনামূল্যে দুঃস্থ রোগীদের ঔষধও প্রদান করা হয়। ছিল স্বল্পমূল্যে প্যাথলজিক্যাল টেস্ট এর ব্যবস্থাও।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ সরকার, সমাজকর্মী নরোত্তম বিশ্বাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্যা টুকু চক্রবর্তী, স্থানীয় সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মিহির বিশ্বাস প্রমূখ।

উদ্যোক্তারা এদিন বিশিষ্ট গুণীজনদের স্মারক সম্মাননা জ্ঞাপন করেন, সেই সঙ্গে এলাকার মেধাবী ও কৃতি শিক্ষার্থী’গণকে ‘ভবিষ্যতের কান্ডারী’ স্মারক উপহারে বিশেষ সংবর্ধনা জানানো হয়।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে সমাজকল্যাণে ও মানব সেবায় ছায়াবীথির সদস্যগণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।








