গোবরডাঙা নাবিক নাট্যমের বিশ্বনাট্য দিবস পালন

নীরেশ ভৌমিক : গত ২৭শে মার্চ গোবরডাঙা নাবিক নাট্যম পালন করলো বিশ্বনাট্য দিবস। বিগত বছরের মতো এ বছরও তাদের সুসজ্জিত মহলাকক্ষে তারা আয়োজন করেছিলো এই বিশ্বনাট্য দিবসের।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুন্দ চক্রবর্তী, নন্দিতা চক্রবর্তী। এছাড়াও ছিলেন দলের নির্দেশক জীবন অধিকারী, ও দলের বাকি কর্মী, সমর্থকরা(অশোক বিশ্বাস, সুব্রত কর্মকার, অনিল কুমার মুখার্জী, সৌরজ্যতি অধিকারী প্রমুখ।

নাবিক নাট্যম এর শিশু কিশোর নাট্য কর্মশালা বিভাগের সমস্ত ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়েছিল এই দিনে। নাবিকের এই বিশ্বনাট্য দিবসের আয়োজনে প্রথমেই ছিল এক মনোজ্ঞ আলোচনা সভা যেখানে পরিচালক জীবন

অধিকারী, অতিথি, মুকুন্দ চক্রবর্তী ও নন্দিতা চক্রবর্তী এবং দলের সদস্য অবীন দত্ত অসাধারণ বক্তব্য রাখেন। মুকুন্দ চক্রবর্তী তাঁর বক্তব্যে এ বছরে বিশ্বনাট্য দিবসের বানী পাঠ করেন ও তার তাৎপর্য বিশ্লেষণ করেন।

দলের বর্তমান সহ সম্পাদিকা রাখী বিশ্বাস এক অপূর্ব নৃত্য পরিবেশন করেন এবং দলের সহ সভাপতি শর্মিষ্ঠা সাধূখা একটি অসাধারণ কবিতা পাঠ করেন।

এ বাদেও বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর ছিল তাদের বিশ্বনাট্য দিবসের দিনটি। নাবিক নাট্যমমের সভাপতি শ্রাবনী সাহা, নাবিকের প্রতিষ্ঠা লগ্নের সদস্য প্রদীপ কুমার সাহা উপস্থিত ছিলেন এই দিনে।

গোবরডাঙ্গা নাবিক নাট্যমের এই বিশ্বনাট্য দিবসের আয়োজন ছিল অপূর্ব তাদের আতিথেয়তা ও সৌহার্দ্য বিনিময় ছিল চোখে পড়ার মত যা উপস্থিত দর্শকদের কাছে বহুদিন স্মরণীয় হয়ে থাকবে।








