“বিশ্ব নাট্য দিবস” পালন করলো ‘আমরা অমলকান্তি’ নাট্যদল

নীরেশ ভৌমিক : “আমরা অমলকান্তি” নাট্যদলের পক্ষ হতে টাকি রিক্রিয়েশন ক্লাবে “বিশ্ব নাট্য দিবস” পালন করা হয়। অনুষ্ঠানটি বিকাল ৫-৩০ মিঃ শুরু হয়।

প্রথমে বিশ্ব নাট্য দিবসের উপরে স্বাগত ভাষণ দেন দলের সভাপতি, অভিনেতা ও নির্দেশক, সুদীপ্ত ব্যানার্জী। তিনি বিশ্ব নাট্য দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।

এরপর বিশ্ব নাট্য দিবসের উপরে আলোকপাত করেন মহকুমায় বিশিষ্ট অভিনেতা, নির্দেশক ও নাট্যকার, অরবিন্দ সরকার। এই বছরের বিশ্ব নাট্য দিবসের বানী পাঠ করেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকর্মী, লাল্টু দাস।

আমরা অমলকান্তি নাট্যদলের শিশু কিশোর শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে । এই অনুষ্ঠানে আকর্ষণীয় বিষয় ছিলো দুটি শ্রুতি নাটক।

শ্রুতি নাটক দুটি পরিবেশন করেন বসিরহাটের সংগঠন, ” বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থা” । দুটি শ্রুতি নাটকই দর্শকের মন জয় করে।

সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করে দলের অভিনেত্রী, সুমেধা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানায় দলের সদস্য, সন্দীপন জানা।








