এলাকার অসংখ্য নাট্যমোদীর ভালোবাসায় অনুষ্ঠিত হল এক অনবদ্য নাট্যোৎসব হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে

নীরেশ ভৌমিক : বাগদাতে তিন দিনের সাড়া জাগানো নাট্যোৎসব শেষ হল গত ২৬শে মার্চ নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলের প্রয়াত মঞ্চ ও চিত্র অভিনেতা ‘মনোজ মিত্র’ মঞ্চে।

হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলের উক্ত মঞ্চে আয়োজিত ‘নাট্যমেলায়’ বাগদা ব্লকের ঐতিহ্যবাহী নাট্য সংস্থা “সংশপ্তক” এর প্রাণপুরুষ সত্য মোদকের ডাকে সাড়া দিয়ে হেলেঞ্চার বুকে ছুটে এসেছিলেন গোৰবাপুরের ‘সংবিত্তি’।

অসংখ্য দর্শকের করোতালির মধ্য দিয়ে মঞ্চস্থ করলেন তাঁদের নির্ধারিত নাটক ‘দায়’। গোবরডাঙ্গা থেকে স্বনামধন্য নাট্যদল ‘রূপান্তর’ এসেছিল তাঁদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে। তারা অগনিত দর্শকের প্রানঢালা আশির্ব্বাদপুষ্ট হয়ে মঞ্চস্থ করলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নাটক ‘সৌদামিনী’।

দক্ষিণেশ্বরের কোমলগান্ধার দর্শকদের মূহুর্মুহু হাততালিতে সিক্ত হয়ে মঞ্চস্থ করলেন,’আস্তাকুড়ের রোমিও’। হিজলপুকুর জনজাগরণ অগণিত দর্শকের ভালবাসা নিয়ে মঞ্চস্থ করলেন, তাঁদের নাটক ‘কালের থাবা’।

নাট্যমেলার সর্বশেষ নাটক মঞ্চস্থ করেন হেলেঞ্চার ‘সংশপ্তক’। বাগদাবাসীর দীর্ঘ প্রতিক্ষিত, আকাক্ষিত মন ছুঁয়ে যাওয়া নাটক ‘সমাজ’। এই নাটকটি এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্য মোদকের নির্দেশনায় সমৃদ্ধ হয়।

২৪ মার্চ নাট্যমেলার শুভ সূচনা করেন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অসীম বন্দ্যোপাঝায়। নাট্যমেলার সমাপ্তি লগ্নে নাট্যমেলায় অংশ নেওয়া সকল নাট্যদলকে তাদের অনবদ্য অভিনয়ের জন্য বিশেষ ভাবে সংবর্ধিত করা হয়। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভঙ্কর মোদকের সম্পাদনায় এক “স্মরণিকা” প্রকাশিত হয় বলে জানা গেছে।








