আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানঅন্যান্য।উৎসবজেলার খবর

শিশু সংসদ নির্বাচন গাইঘাটার সেকাটি প্রাথমিক বিদ্যালয়ে

নীরেশ ভৌমিক : গত ২৬ মার্চ গাইঘাটার পূর্ব চক্রের সেকাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে পোলিং বুথ, ব্যালট বক্স, ভোটদান কক্ষ ছাড়াও পোলিং এজেন্ট, পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট স্থানে বসেন। বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র-ছাত্রীরাই পোলিং ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

তৃতীয় পোলিং অফিসারকে ভোটারদের আঙ্গুলে কালি লাগাতেও দেখা যায়।ভোটগ্রহণ কেন্দ্রের দরজার বাইরে ভোটদাতা ছাত্র-ছাত্রীদের লম্বা লাইন এবং লাইন নিয়ন্ত্রণে পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও কেন্দ্রীয় বাহিনীর বেশে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ে।

ভোট কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে আসেন বিশিষ্ট শিক্ষাব্রতী যাদব চন্দ্র মন্ডল এছাড়াও ছিলেন সাংবাদিক তপন মন্ডল। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলা রানী মন্ডল সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

ভোটদানকে কেন্দ্র করে শিশু শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা’গণের আন্তরিক উদ্যোগে ভোটদান পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রধানা শিক্ষিকা শ্রীমতি মন্ডল জানান, শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ে আজ শিশু সংসদ গঠনের নির্বাচন করা হল।

বিভিন্ন ক্লাসের মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিল। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে শিশু বয়স থেকেই ছাত্র-ছাত্রীরা সচেতন হবে।

অপরাহ্নে ভোট গণনা হলে দেখা যায় সর্বোচ্চ ৯৩ টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয় পঞ্চম শ্রেণীর পড়ুয়া রিমা তালুকদার। অন্যান্য বিজয়ীদের নিয়ে খুব শীঘ্রই শিশু সংসদ বা মন্ত্রিসভা গঠিত হবে বলে শিক্ষক চন্দন গাইন জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *