হেলেঞ্চা বিআরআম্বেদকর শত বার্ষিকী মহা বিদ্যালয়ের ১৮তম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ সোমবার হেলেঞ্চা বিআরআম্বেদকর শত বার্ষিকী মহা বিদ্যালয়ের ১৮তম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হল কলেজের মিটিং হলে। সাড়ম্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের অতিথি বৃন্দের মঞ্চে আহ্বান করে উত্তরীয় ও চারা গাছ প্রদানের মাধ্যমে বরন করে নেওয়া হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
শুরুতে বার্ষিক রিপোর্ট পেশ করেন কলেজটির নব রূপকার অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস। বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগদার এমএলএ বিশ্বজিৎ দাস। তিনি কলেজটির সামগ্রিক উন্নয়নে মুগ্ধ হন এবং পরবর্তীতে কলেজের উন্নয়নে সর্ব্বাঙ্গীন সহযোগীতারও আশ্বাস প্রদান করেন।
প্রতি বছরের মত আমন্তরিত অতিথিদের হাত দিয়ে অনুষ্ঠান চলাকালে কলেজের বিভিন্ন বিভাগের কৃতি ছাত্র ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, এমএলএ বিশ্বজিৎ দাস, কলেজের প্রিন্সিপাল ড. চিত্তরঞ্জন দাস, গভর্নিং বড়ির চেয়ারম্যান তরুন ঘোষ,গভর্নিং বড়ির মেম্বার রাম চন্দ্র বোস প্রমূখ।
এছাড়াও কলেজের প্রতিক্ষিত অনুষ্ঠানটিতে কলেজের অধ্যাপক অধ্যাপিকাগন, কলেজের অশিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিল।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল রূপলীনা ব্যানার্জী ও চন্দন বিশ্বাস।