“নাট্য পলাশ পার্বণ” শিরোনামে পালিত হল দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার বিশ্ব থিয়েটার দিবস

নীরেশ ভৌমিক : গত ৩০শে মার্চ রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে “দৃষ্টি”র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র “শিল্পশালা” য় পালিত হল বিশ্ব থিয়েটার দিবস এবং একই সাথে পালন করা হল এবারের বসন্ত উৎসব, অনুষ্ঠানের শিরোনাম ছিল – “নাট্য পলাশ পার্বণ”।

এদিনের অনুষ্ঠানটি শুরু হয় ঠিক সন্ধ্যা ৬:৩০ টায়, যার সূচনা হয় ছোট্ট শিল্পী মেঘশ্রী চক্রবর্তীর সঙ্গীতের মাধ্যমে, এরপর বেশ কিছু ক্ষুদে শিল্পীরা তাদের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে ও দর্শকদের মধ্যে থেকে অনেকেই এই দিনটির তাৎপর্য বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

এরপর “দৃষ্টি” র ছোটো সদস্যদের ভাবনায় ও অংশগ্রহণে মঞ্চস্থ হয় একটি ছোট নাটিকা- “এ কেমন সুর”। এদিনের শেষ অনুষ্ঠান হিসেবে দত্তপুকুর “দৃষ্টি”র প্রযোজনায় মঞ্চস্থ হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ” শ্যামা ” নৃত্যনাট্যটি,

অভিনয়ে ছিলেন ঐশী ভট্টাচার্য্য, অহনা দাস, প্রবীর দাস, গার্গী ভট্টাচার্য্য এবং ভূমি, শ্রেয়া, পার্বণী’র মতো শিশু শিল্পী রা। অনুষ্ঠানে উপস্থিত দৃষ্টির সকল সদস্য বৃন্দ ও দর্শকদের অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান খুব সুন্দর ভাবে সংগঠিত হয়।

বর্তমান থিয়েটার ও সংস্কৃতি চর্চায় দত্তপুকুর দৃষ্টি যে নিরলস প্রচেষ্টা ও উৎসাহের সাথে এগিয়ে চলেছে এইদিন আরও একবার সেটি প্রমাণিত হল।
সমগ্র অনুষ্ঠানটির শেষে “দৃষ্টি” র কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য বিশ্ব থিয়েটার দিবস ও বসন্ত উৎসব

উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি সম্পর্কে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন এবং সবশেষে একসাথে সবাই মিলে কবিগুরুর “আগুনের পরশমণি.. ” গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।








