নব রূপে আত্মপ্রকাশ ‘স্টুডেন্টস হেল্থ হোম’ বারাসাত আঞ্চলিক কেন্দ্রের

নীরেশ ভৌমিক : স্বাস্থ্যই সম্পদ ,আর শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ — এই ভাবনাকে মাথায় রেখে বাংলার এক ঐতিহাসিক প্রতিষ্ঠান স্টুডেন্টস হেল্থ হোম যেটা কলকাতা মৌলালি যুব কেন্দ্রের পাশে কেন্দ্রীয় ভাবে অবস্থিত সেই সংস্থারই আঞ্চলিক কেন্দ্র বারাসাত গার্লস হাইস্কুলের পাশে সেন্ট জন্স অ্যাম্বুলেন্স এর পেছনে বহুদিন ধরেই প্রতিষ্ঠিত।

ডক্টর দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের দান করা জমিতে তৈরি এই কেন্দ্র বহু দিন ধরে সক্রিয় থাকার পর নানা কারণে সেটি অচল হয়ে এক পোড়ো বাড়িতে পরিণত হয়েছিল । কিন্তু বারাসাতের কতিপয় স্বাস্থ্য দরদি মানুষ আবার তাকে সচল করে প্রাণবন্ত করে তুলে একটা ইতিহাসকে ছাত্র সমাজের সামনে তুলে ধরতে সক্রিয় হলেন ।

গত ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু পরীক্ষার শিবিরের মাধ্যমে বারাসাত আঞ্চলিক কেন্দ্রের এই নব রূপায়ণের সূত্রপাত ঘটে । সূত্রপাত ঘটান স্টুডেন্ট কেন্দ্রীয় প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ডাক্তার পবিত্র গোস্বামী, ছিলেন ডঃ বৈদ্যনাথ মুখোপাধ্যায় সুদিন চট্টোপাধ্যায়, সমাজ মনস্ক ড. অনিরুদ্ধ চক্রবর্তী ,

রক্তদান আন্দোলনের নেতৃত্ব অপূর্ব ঘোষ, জনৈকা জাতীয় শিক্ষিকা সহ বহু গুণী মানুষ। তাদের সকলের উপস্থিতিতে স্থানীয় বিদ্যালয়গুলির ছাত্র ছাত্রী ও শিক্ষকদের সামনে রেখে এই স্টুডেন্ট হেল্থ হোম বারাসাত এর আঞ্চলিক কেন্দ্রের নতুন ভাবে আবার কার্যক্রম শুরু হয়েছে ।

আপাতত বিভিন্ন চিকিৎসক বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়ে চিকিৎসা করবেন । এই ইতিবাচক কার্যক্রমের পাশে সকলের থাকার জন্য আবেদন জানান

এই আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডাক্তার গোপাল বিশ্বাস এবং প্রাক্তন প্রধান শিক্ষক অশোক সাহা। এদিন বহু মানুষের উপস্থিতিতে সাধারণ ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয় ।

সফলভাবে বারাসাত আঞ্চলিক কেন্দ্রটি যাতে আগামী দিনে সঠিকভাবে এগিয়ে চলতে পারে ছাত্র স্বার্থে তার জন্য সকলের কাছে স্বেচ্ছাশ্রমের আবেদন রাখার উদ্যোগ লক্ষ্য করা যায় আয়োজকদের মধ্যে ।








