বিএমওএইস সাহেবকে আশা কর্মীদের ডেপুটেশন বাগদায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রাজ্যের সকল আশাদের মত বাগদার আশা কর্মীরা গত ৩রা আগষ্ট থেকে কর্ম বিরতি পালন করা শুরু করেছে।
এ উপলক্ষে এদিন বাগদা ব্লকের সকল আশা কর্মীরা বাগদা গ্রামীন হাসপাতালে পৌঁছে অবস্থান ধর্মঘট পালন সহ হাসপালের বিএমওএইস ডাঃ প্রনব মল্লিককে ১০ দফা দাবী সম্বলিত এক ডেপুটেশন প্রদান করে।
ডেপুটেশনে উল্লেখিত দাবী গুলির মধ্যে উল্লেখযোগ্য, তাদেরকে সরকারী স্বাস্থ্য কর্মীর মর্যাদা দিতে হবে। মাইনে মাসে ২১ হাজার টাকা দিতে হবে।
প্রতি মাসে মোবাইল রিচার্জ করে দিতে হবে। ফ্রি উৎসাহ ভাতা বৃদ্ধি করতে হবে। জন গননার টাকা দিতে হবে, ইত্যদি।