চাঁদপাড়ার চতুর্থ বার্ষিক ক্রেজি উৎসবে স্বেচ্ছা রক্তদান স্বাস্থ্য শিবির ও ফুটবল টুর্নামেন্ট

নীরেশ ভৌমিক : গত ৪ এপ্রিল অপরাহ্ণে সংস্থার সদস্য এনসিসি ক্যাডেট ও এলাকার ক্রীড়া ও সংস্কৃতি প্রেমী মানুষজনের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় চাঁদপাড়ার ঐতিহ্যবাহী চতুর্থ বর্ষের ক্রেজি উৎসব।

চাঁদপাড়ার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ময়দানে দ্বিতীয় দিন অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক’গণ বিনা মূল্যে শিবিরে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। দুস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ ও প্রদান করা হয়।

বিনামূল্যে ইসিজি, ফিজিওথেরাপি, রক্ত পরীক্ষা, পিএফটি ইত্যাদি পরীক্ষা করা হয়। চক্ষু পরীক্ষা শিবিরে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন ও বিনামূল্যে চশমা ও দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠিত রক্তদান শিবিরে বনগাঁ জীবন রতন ধর মহাকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ জি পোদ্দারের নেতৃত্বে উপস্থিত স্বাস্থ্য কর্মীগণ মোট ৭৪ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট।

ক্রেজি গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সময়ে আসেন চাঁদপাড়ার গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস, উত্তম সাহা, কল্যাণী পাণ্ডে, প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুভাষ রায়, সমাজকর্মী মনোতোষ সাহা, কপিল ঘোষ, শ্যামল বিশ্বাস প্রমূখ।

সংগঠনের সভাপতি গোবিন্দ পাল ও সম্পাদক টুটুন বিশ্বাস আগত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান। সংস্থার অন্যতম সদস্যা অংশুমিতা পাল সকলকে বরণ করে নেন।উৎসবের শেষ দিন অপরাহ্ণে বাজনার সাথে সুসজ্জিত ও দর্শনীয় উইনার্স ট্রপি সহ সংস্থার সদস্য-সদস্যা ও

উপস্থিত ফুটবলপ্রেমী মানুষজনের মাঠ প্রদক্ষিণ ও খেলোয়াড় পরিচিতি শেষে ফুটবলে কিক অফ করে আয়োজিত দিবা রাত্রির ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন স্বনামধন্য প্রাক্তন ফুটবলার অবনী বিশ্বাস। মধ্যরাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নিউ টাউন এর ব্রাদার্স ইউনিয়ন টিম

গাইঘাটার বাগনা নবারুণ সংঘকে ২-০ গোলে পরাস্ত করে টুর্নামেন্টের সেরার শিরোপা অর্জন করে। উদ্যোক্তারা বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে যথাক্রমে নগদ ১ লক্ষ ও ৮০ হাজার টাকা পুরস্কার এবং সেই সঙ্গে দর্শনীয় স্মৃতি চ্যালেঞ্জ ট্রপি তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়া প্রতিটি খেলার সেরা খেলোয়াড়কে ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্টের ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। মাঠ ভর্তি দর্শক কেজি গ্রুপ আয়োজিত এদিনের ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলা বেশ উপভোগ করেন। এলাকার মানুষজন ক্রেজি গ্রুপ আয়োজিত এই মহতী উৎসব ও কর্মসূচীকে সাধুবাদ জানান।









