আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবখেলার খবর।জেলার খবরবিনোদনসর্ম্বধনা

ঐতিহ্যবাহী চাঁদপাড়ার ক্রিকেট লাভার্স কাপ জিতল গড়িয়া বয়েজ ক্লাব

নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও এক আকর্ষণীয় শর্টহ্যান্ড নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপাড়া ঢাকুরিয়ার উইন্টার কাপ কমিটি।

গত ১১ এপ্রিল মধ্যাহ্নে দিবারাত্রির ১৬ দলীয় এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস,

গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, শিক্ষা ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায় জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস ও শিপ্রা বিশ্বাস সমাজকর্মী সমীর হাজরা, উত্তম লোধ, ভবেশ দত্ত।

পরে আসেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কুমার দাস, উপপ্রধান বৈশাখী বর বিশ্বাস সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য’গণ। অন্যতম সংগঠক ও বিশিষ্ট ক্রীড়া প্রেমী পার্থ গুহ সমবেত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

সংগঠনের সদস্য’গণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে খেলাধুলার চর্চা ও প্রসারে ঢাকুরিয়া উইন্টার কাপ কমিটির প্রয়াসকে সাধুবাদ জানান।

প্রাক্তন বিধায়ক সুরজিৎবাবুর ব্যাটিং ও সমিতির সভাপতি শ্রীমতি বাকচির বলের মাধ্যমে আয়োজিত টুর্নামেন্টের সূচনা হয়।এদিনের আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন জেলার ১৬ টি দল অংশগ্রহণ করে।

শেষ রাতে চূড়ান্ত পর্বের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইতে ভবেরহাটি একাদশকে মাত্র ৮ রানে পরাস্ত করে গড়িয়া বয়েজ ক্লাব টুর্নামেন্টের শেরার শিরোপা অর্জন করে।

উদ্যোক্তারা বিজিত ও বিজয়ী দলের অধিনায়কের হাতে যথাক্রমে ৩৫ হাজার ও ৪৫ হাজার নগদ অর্থ এবং সেই সঙ্গে সুদৃশ্য ট্রপি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। ঢাকুরিয়া যুব সংস্থা ও ফ্রেন্ডস ক্লাবের আন্তরিক সহযোগিতায় এবং মাঠ ভর্তি দর্শক সাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে

উইন্টার কাপ কমিটি আয়োজিত আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সার্থক হয়ে ওঠে। এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়’গণকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *