আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

District newsঅনুষ্ঠানজেলার খবরধর্মীয় খবর।সভা ও সমাবেশ

ঢাকুরিয়ায় মহানাম যজ্ঞ ও সমবেত গীতা পাঠ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : ১৪৩১ বঙ্গাব্দের শেষ ও ১৪৩২ বঙ্গাব্দের শুরু উপলক্ষে চাঁদপাড়ার ঢাকুরিয়া রাধাকৃষ্ণ মন্দির উন্নয়ন মহিলা কমিটির উদ্যোগে ও স্থানীয় সোনালী সংঘ ময়দানে মহাসমারোহে অনুষ্ঠিত হল সমবেত গীতা পাঠ ও মহানাম সংকীর্তন।

৩০ শে চৈত্র ভাগবত পাঠ ও সনাতন ধর্ম নিয়ে আলোচনার মধ্য দিয়ে চারদিন ব্যাপী আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। ৩১ শে চৈত্র বর্ষ শেষের দিন সকালে চাঁদপাড়ার গীতা পরিবারের সদস্য’গণের কন্ঠে

গুরু বন্দনা, কৃষ্ণ বন্দনা, তুলসী বন্দনা সেই সঙ্গে আরতী কীর্তন এর মধ্য দিয়ে ধর্মীয় আলোচনা ও আরতি কীর্তন অনুষ্ঠিত হয়। চাঁদপাড়ার গীতা পরিবারের কর্ণধার নীহার রঞ্জন বিশ্বাস, সুভাষ মহন্ত,

অন্যতম সংগঠক অনুপ সেনগুপ্ত, নারায়ণ পোদ্দার প্রমুখের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। পঞ্চজন্য নৃত্য পরিবেশন করে মেয়েরা।

সমবেত কন্ঠে গীতা পাঠে অংশগ্রহণ করেন স্বরূপ রঞ্জন মহারাজ, দেবেশা নন্দজী, ভোলানাথ দাস মহারাজ, মধুসূদন মহারাজ প্রমুখ। উপস্থিত কয়েক’শো ভক্ত গীতা পাঠে অংশ নেন।

কমিটির পক্ষ থেকে সকল ভক্তজনের হাতে গীতা পুস্তক তুলে দেওয়া হয়।১লা বৈশাখ সকাল থেকে শুরু হয় অষ্টপ্রহর ব্যাপী নাম যজ্ঞের অনুষ্ঠান।

পরদিন নাম সংকীর্তন শেষে নগর পরিক্রমা ও ভোগ নিবেদন এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে এলাকার অগণিত ভক্তজনের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *