টাকি আমরা অমলকান্তির প্রতিষ্ঠা দিবস উদযাপন

নীরেশ ভৌমিক : বাংলা ১৪৩২ সনের প্রথম দিন টাকির অন্যতম নাট্য দল ‘আমরা অমলকান্তি’ তাদের ১১ তম জন্মদিন মহাসমারোহে উদযাপন করে। এদিন সকালে নববর্ষকে আবাহনের মধ্য দিয়ে টাকি রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।

দিনভর আয়োজিত নানা অনুষ্ঠানের সংস্থার সদস্য এবং ধারাবাহিক নাট্য কর্মশালার শিশু-কিশোর’গণ নৃত্য, আবৃত্তি ও গল্প পাঠে অংশ নেয়। কর্মশালার বিশিষ্ট মূকাভিনয় প্রশিক্ষক রঞ্জিত অধিকারীর একক মূকাভিনয় সকলের মনোরঞ্জন করে।

বসিরহাট নাট্টামোদী তাদের অনুনাটক ‘অবৈধ’ মঞ্চস্থ করে। প্রতিটি অনুষ্ঠানে সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর প্রশংসা লাভ করে। সংস্থার সভাপতি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রাঞ্জল ভাষায় নাট্য দলের জন্ম ও অগ্রগতির ইতিবৃত্ত তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দান করেন।

নানা অনুষ্ঠান ও বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের উপস্থিতিতে সংস্থার ১১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।









