আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবজেলার খবরধর্মীয় খবর।

পিঠে বর্শি ফুঁটিয়ে তিনটি সন্ন্যাসী চড়কগাছে ঘুঁরলেন বকচরা নৌকোর বিলের ‘বিলেশ্বর শিব মন্দির’ প্রাঙ্গণে

রাজু সরকার : বকচরা নৌকোর বিলে বিলেশ্বর শিব মন্দিরে তৃতীয় বর্ষে নীলপূজা ও চড়কপূজা হলো গত ১৪ ই এপ্রিল, ১৪৩১ বঙ্গাব্দের শেষ দিনে। মহাদেবের ভক্ত সন্ন্যাসী’রা বটিতে ঝাপদেয় এটি চড়ক পূজার একটি অঙ্গ, দুপুরে এটি হয়।

বাংলা পঞ্জিকায় হিন্দু ধর্মাবলম্বীদের অন‍্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব, যা শত শত বছর ধরে চলে আসছে এবং গত পয়লা বৈশাখ ১৪৩২ মঙ্গলবার সন্ধ‍্যায় হলো চড়ক, পিঠে বর্শি ফুঁটিয়ে তিনটি সন্ন্যাসী চড়কগাছে ঘুঁরলেন।

বিলের পার্শ্ববর্তী ঢাকুরিয়া, কাটাখালি, গাঁতী এমন কি বহুদূর থেকেও অনেক মানুষের সমগম দেখা গেছে। নৌকোর বিলে অনেক দোকান বসেছিল,

বিলেশ্বর মন্দির ও চড়কের উদ্দোক্তা উজ্জ্বল মন্ডল বলেন আগামী বছর বিলে মেলা বসাবে চড়ক ও নীল পূজায়।

প্রধানত বকচড়া গ্ৰামের আদিবাসী বা বাগদী, পারুই, বারুইরা এই চড়কমেলা শুরু করেছিলো দু’বছর পূর্বে। ধীরে ধীরে এই চড়ক লোক উৎসব আরো ছড়িয়ে পড়ছে মানুষের কানে কানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *