আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরডিফেন্স নিউজশিক্ষা

চাঁদপাড়ায় পড়ুয়াদের প্রতি বিশেষ সতর্কীকরণ কর্মসূচী বনগাঁ জিআরপির

নীরেশ ভৌমিক : আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্কুল পড়ুয়াদের প্রতি ‘সাবধানে চলো, জীবনে বাঁচো’ এই আহ্বান রেখে বিভিন্ন বিদ্যালয়ে বিশেষ সতর্কীকরণ কর্মসূচী পালন করে চলেছে রেল পুলিশ। গত ২২ এপ্রিল শিয়ালদহ জিআরপি জেলার অন্তর্ভুক্ত বনগাঁ জিআরপি থানা কর্তৃপক্ষ চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ে রেলওয়ে নিরাপত্তা সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন বনগাঁ জিআরপি থানার ভারপ্রাপ্ত অধিকারিক নয়ন মিত্র (ওসি) সাব ইন্সপেক্টর মিহির পাল সহ অন্যান্য আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার’গণ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মুনমুন সরকার বিশ্বাস উপস্থিত সকলকে স্বাগত জানান।

বিদ্যালয়ের হলঘরে সমবেত নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীনিদের সামনে বনগাঁর গভঃ রেলওয়ে পুলিশ থানার ওসি নয়ন বাবু রেলওয়ে নিরাপত্তা সম্পর্কে আজীবন সতর্কতার বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরেন।

ওসি মিঃ মিত্রের বক্তব্যে ট্রাফিক আইন, ট্রাফিক সিগন্যাল, টিকিট জোন, নন টিকিট জোন, রেললাইন দিয়ে যাতায়াতে সতর্কতা অবলম্বন, মোবাইল ও হেডফোন ব্যবহার বন্ধের এবং সেই সঙ্গে চলন্ত অবস্থায় ট্রেন থেকে ওঠা-নামা না করার এবং সব সময় সাবওয়ে, ফুট ওভারব্রিজ ব্যবহার করার আহ্বান জানানো হয়।

বনগাঁ জিআরপির পক্ষ থেকে এদিন উপস্থিত শিক্ষার্থীদের ডায়েরি ও পেন প্রদানের শুভেচ্ছা জানানো হয়। বনগাঁ জিআরপি থানার অন্যতম এসআই মিঃ পাল দু’পাশ দেখে রেললাইন পার হওয়ার এবং লেভেল ক্রসিং রেলগেট পরলে গেটের নিচ দিয়ে কোনমতেই যাতায়াত না করার পরামর্শ প্রদান করেন।

মোবাইল ও হেডফোন ব্যবহার সর্বদাই সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পর্দায় কিছু কিছু দুর্ঘটনা ও বিপজ্জনক ভিডিও দেখিয়ে সমবেত ছাত্রীদের সতর্কতা অবলম্বনের কথা বলা হয়। মিঃ পাল জীবনে চলার ক্ষেত্রে এ দিনের আলোচ্য বিষয়গুলি চিরদিন মনে রাখার এবং এ বিষয়ে অন্যদেরকেও জানানোর আহ্বান জানান।

ওসি মিস্টার মৈত্র জানান, সম্প্রতি শিয়ালদহ স্টেশন ছেড়ে যাওয়া ১২ বগির সমস্ত ট্রেনে একটি লেডিস বদি বৃদ্ধি ও ৪, ৫ ও ৬ নং বগি জেনারেল করা হয়েছে বলে জানান।

এদিনের আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বনগাঁ জিআরপি থানা আয়োজিত এদিনের রেলওয়ে নিরাপত্তা বিষয়ক আজীবন সতর্কতা কর্মসূচী বেশ ফলপ্রসু হয়ে ওঠে। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন রেলওয়ে পুলিশের এই মহতী কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *