হেলেঞ্চা কলেজে ৭৫তম স্বাধীনতা দিবস,’আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ হেলেঞ্চা ড. বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপিত হল বেশ সাড়ম্বরেই। বিশেষ গুরুত্বপূর্ণ এই দিবসটি উদযাপন উপলক্ষ্যে এদিন হেলেঞ্চা কলেজে উপস্থিত ছিলেন,
বাগদা ব্লকে কর্মরত ৬৮ নং ব্যাটলিয়ন ও ১০৭ নং ব্যাটলিয়নের কমান্ডেন্ট যথাক্রমে, যোগেন্দ্র আগোরওয়াল ও সুনিল কুমার সহ টু.আই.সি ওপি শর্ম্মা, ডি.সি বীরবল সাহেবের সাথে ছিলেন, বেশ কয়েক জন এ.সি, ডি.আই.বি, অসংখ্য বি.এস.এফ জওয়ানের সাথে উপস্থিত ছিলেন, কলেজটির রূপকার কলেজের অধ্যক্ষ্য ডঃ. চিত্তরঞ্জন দাশ, অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্র ছাত্রীরা।
কলেজ প্রাঙ্গনে পৌঁছে বি.এস.এফের কমান্ডেন্টদ্বয় যৌথ ভাবে উত্তোলন করেন জাতীয় পতাকা। মাল্যদান করেন, ড. বি.আর.আম্বেদকরের প্রতিকৃতিতেও। তারপর অনুষ্ঠান কক্ষে অতিথিগনের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়।
বরন করেন, কলেজের অধ্যক্ষ্য ডঃ. চিত্তরঞ্জন দাশ, দেশাত্ববোধক সঙ্গীতের তালে নৃত্য ও সেল্ফ ডিফেন্সে তাইকন্ডো শো প্রদর্শন করে কলেজের ছাত্রীরা। স্বাধীনতার প্রকৃত সারমর্ম ও তার যথযথ মূল্যায়ন এবং আমাদের জাতিকে সর্বদা প্রথম রাখার সংকল্প করে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন,
কলেজের অধ্যক্ষ্য ডঃ. চিত্তরঞ্জন দাশ ও কমান্ডেন্টদ্বয় যথক্রমে যোগেন্দ্র আগোরওয়াল ও সুনিল কুমার। বর্নাঢ্য অনুষ্ঠানটি পরিচালনার দ্বায়িত্বে ছিল কলেজের সাংস্কৃতিক উপসমিতি। সার্ব্বিক সহযোগিতায় ছিল কলেজের ছাত্রকল্যাণ উপসমিতি।