আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরপ্রতিবাদ মিছিলশোক সংবাদ

পহেলগাঁও এর নিহত পর্যটকদের স্মরণে গাইঘাটা ও বাগদায় শোক মিছিল এলাকাবাসীর

( ছবি – গাইঘাটার )

নীরেশ ভৌমিক : গত ২২ এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গি বাহিনীর বর্বরোচিত আক্রমণে নির্মমভাবে নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক।

( ছবি – বাগদার )

এই নির্মম নিষ্ঠুর হত্যার প্রতিবাদে শোকস্তব্ধ আপামর ভারতবাসী। নির্মমভাবে নিহত পর্যটকগণের স্মৃতিতে শোকাহত দেশবাসী দিকে মিছিল শোকসভার মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চলেছেন।

( ছবি – বাগদার )

শহর- গ্রাম সর্বত্রই মৌন মিছিল, মোমবাতি মিছিল, শোক সভা ইত্যাদির মাধ্যমে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানানো চলছে দেশের শহর-গ্রাম সর্বত্রই।

( ছবি – গাইঘাটার )

গত ২৭ এপ্রিল অপরাহ্নে গাইঘাটা ব্লকের চাঁদপাড়া বাজারে শোক মিছিল করেন সিপিআইএম এর কর্মী সমর্থক’গণ। ছিলেন প্রবীণ সিপিএম নেতা কপিল ঘোষ, নিহত পর্যটক’গণের প্রতি শ্রদ্ধা

( ছবি – বাগদার )

এবং সন্ত্রাসবাদী ও পাকিস্তানি জঙ্গি বাহিনীকে সমুচিত শিক্ষা প্রদানের দাবি জানিয়ে প্রোজ্জ্বলিত মোমবাতি হাতে মিছিল করে গাইঘাটা ব্লকের বিজেপির কর্মী সমর্থক’গণ।

( ছবি – গাইঘাটার )

সন্ধ্যায় ঢাকুরিয়া ফ্রেন্ডস ক্লাব সহ গ্রামের বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্য ও গ্রামবাসী’গণের এক দীপ্ত মিছিল চাঁদপাড়া স্টেশন রোড হয়ে চাঁদপাড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে।

( ছবি – বাগদার )

অন্যতম সংগঠক সমাজকর্মী পার্থ গুহ জানান, এদিনের মৌন শোক মিছিলে কয়েক’শ মানুষ ফ্লেক্স, ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

( ছবি – গাইঘাটার )

এদিন সন্ধ্যায় চাঁদপাড়া ঠাকুরনগর সড়কে বকচারা মোড় সংলগ্ন ঢাকুরিয়া সবুজ সংঘের সদস্যরা ক্লাব অঙ্গনে মোমবাতি জ্বালিয়ে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানান।

( ছবি – গাইঘাটার )

শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি রাম শংকর রায়, অন্যতম সংগঠক পুলিশ কর্মী কমল সরকার প্রমূখ। ছিলেন ক্লাব সদস্য সন্তোষ বিশ্বাস, গণেশ রায়, আল্পনা বিশ্বাস, সুচিত্রা ব্যানার্জী প্রমূখ।

( ছবি – গাইঘাটার )

সকলেই মোমবাতি প্রোজ্জ্বলন করে এবং নীরবতা পালন করে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই ভাবে বাগদার বিভিন্ন জায়গায় শোক ও মোমবাতি মিছিল করে পাকিস্তানি জঙ্গীদের বিরুদ্ধে হিন্দু নিধনের জোর প্রতিবাদ করা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *