অবশেষে উচ্চ আদালতের রায়ে জামিনে মুক্ত হলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত করে গত ২৫ নভেম্বর গ্রেফতার করা বাংলাদেশী সংখ্যালঘু সম্প্রদায়ের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস অবশেষে জামিনে মুক্তি পেলেন। পাঁচ মাসের বেশি সময় জেলে থাকার পর বাংলাদেশের আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে।

জানা গেছে, চট্টগ্রামের জনৈক বিএনপি নেতা ফিরোজ খান তাঁর বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে কোর্টে মামলা দায়ের করেছিলেন। যদিও দলের অনুমতি না নিয়েই এই মামলা করার জন্য বিএনপি নেতা ফিরোজ খান নাকি দল থেকেই বহিষ্কৃতও হয়েছিল।

তারপরও কোর্টে চলতেই থাকে মামলা, লোয়ার কোর্ট ও হাই কোর্টে বার বার ক্যানসেল হয়ে যায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন। গত ২৬ নভেম্বর থেকে চট্টগ্রাম জেলে আটক ছিলেন সন্ন্যাসী। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিনের দাবিতে প্রতিবাদ মিছিলও হয় সারা ভারতবর্ষ জুড়ে।

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। অবশেষে বুধবার উচ্চ আদালতের দুই বিচারপতি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন।









