২০২৫-এ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বনগাঁ মহকুমার বিভিন্ন স্কুলের মধ্যে নজর কেড়েছে বাগদা ব্লকের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্ক দেবনাথ

(স্কুলের শিক্ষকগন ও পরিচালন কমিটির সভাপতির সাথে কৃতি ছাত্র অর্ক)
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : এ বছর অর্থাৎ ২০২৫ -এ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বনগাঁ মহকুমার বিভিন্ন স্কুলের মধ্যে নজর কেড়েছে বাগদা ব্লকের বাজিতপুর উচ্চ বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অভুতপূর্ব ফলাফল করেছে বলে জানা গেছে। উক্ত বিদ্যালয়ের ছাত্র অর্ক দেবনাথ ৬৭৪ মার্কস পেয়ে বনগাঁ মহকুমার মধ্যে একটা সন্মান জনক অবস্থান করে নিয়েছে।

( বাবা মা ও ছোট ভাইয়ের সাথে অর্ক )
বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি কংকন হালদার জানান, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মহকুমাতে অর্ক দেবনাথ প্রথম এবং রাজ্যের মধ্যে ২২ তম স্থানে আছে বলে তাঁর ধারনা। তিনি আরও জানান, বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসেও মাধ্যমিক পরীক্ষায় সম্ভবত এটাই সর্বোচ্চ নম্বর।

(বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের অর্ক দেবনাথের অর্জন)
কংকন বাবুর কথায়, ২০২৫-এ যেখানে রাজ্যের সামগ্রিক পাশের হার ৮৬.৫৬% সেখানে বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের পাশের হার দাড়িয়েছে ৯৬%-এ। জানা গেছে অর্ক দেবনাথ একে বারেই দুঃস্থ ও সাধারণ ঘরের ছেলে। তার বাবা একজন পরিযায়ী শ্রমিক।

(বাজিতপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)
স্কুল সুত্রে প্রকাশ, বাগদা ব্লকের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ এর মেধা তালিকার সেরা দশের মধ্যে রয়েছে অর্ক দেবনাথ, নয়ন বিশ্বাস, ইশিতা টিকাদার, তানজিৎ রায়, মইনাক রায়, দীপ রায়, অয়ন বিশ্বাস, রাজা বিশ্বাস, দেবাশিস ঘোষ ও অনিক বিশ্বাসের নাম। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৭৪, ৬২৯, ৬০১, ৫৯৮, ৫৮২, ৫৭৯, ৫৭৩, ৫৬৭, ৫৬৫ ও ৫৫২ বলে জানা গেছে।

(বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সেরা দশ)
বনগাঁ মহকুমার কৃতী ছাত্র অর্ক দেবনাথের সাথে কথা বলে জানা গেছে, সে ভাল রেজাল্ট করার জন্য কোনদিনই নিয়ম করে পড়াশোনা করেনি, তবে যেদিন ভাল লাগতো ৮\৯ ঘন্টা, আবার ভাল না লাগলে ৩\৪ ঘন্টাও পড়াশোনা করেছে। অভাবের সংসারে ৩ ভাই বোনের মধ্যে বড় অর্ক, বাবা মায়ের শিক্ষাগত যোগ্যতা ১১\১২ ক্লাস।

(গর্বিত মা ও ছোট ভাইয়ের সাথে মহকুমার কৃতী ছাত্র অর্ক)
বাবা পরিযায়ী শ্রমিক মা গৃহিনী, ৩ জন গৃহ শিক্ষক, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বাবা মায়ের অবদান তাকে মাধ্যমিকে ৬৭৪ নং পেতে সাহায্য করছে। পড়াশোনার ফাঁকে ছবি আকা ও গল্পের বই পড়ার অভ্যাস রয়েছে তার। অর্ক দেবনাথ ভবিষ্যতে ডাক্তার হয়ে গরীবের সেবা করতে চাই।









