নানা অনুষ্ঠানে সার্থক নিবেদিতা শিশু তীর্থের রবীন্দ্র প্রণাম

নীরেশ ভৌমিক : গত ৮ মে সকালে গোবরডাঙ্গার পৌরটাউন হলের সুসজ্জিত মঞ্চে শিশু শিক্ষার্থীদের সমবেত কন্ঠে ‘তুমি আমাদের পিতা’ সংগীতের মধ্য দিয়ে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন এবং কবি গুরুর প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে মহাসমারোহে শুরু হয় গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী শিশু শিক্ষালয় নিবেদিতা শিশু তীর্থ আয়োজিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী পৌর প্রধান শংকর দত্ত, অবসর প্রাপ্ত শিক্ষিকা বর্ষিয়ান সুনন্দা বসু, স্থানীয় কাউন্সিলর রত্না চৌধুরী বিশ্বাস ও জি বাংলার সারেগামাপা’য় দ্বিতীয় স্থানাধিকারিনী স্বনাম খ্যাত সংগীতশিল্পী ঐশী ভট্টাচার্য। উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবক, উত্তরীয় ও রবীন্দ্র মূর্তি প্রদানে বরণ করে নেন।

বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে নিবেদিতা শিশু তীর্থ আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষালয়ের প্রাণপুরুষ বিশিষ্ট শিক্ষক শান্তনু দে’র উদ্যোগে আয়োজিত কবি প্রণামের অনুষ্ঠানে বিদ্যালয়ের কচি-কাঁচা পড়ুয়া’গণ কবিরই রচিত সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। কবির রচিত তালগাছ ও দামোদর শেঠ কবিতা অবলম্বনে শিক্ষার্থী’গণ পরিবেশিত কবিতা আলেখ্য এবং সমবেত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রতাপ সেন নির্দেশিত এবং বিদ্যালয়ের

ছাত্র-ছাত্রী’গণ অভিনীত কবিগুরুর ‘তাসের দেশ’ নাটকটি সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে। কবি প্রণাম অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছাত্র-ছাত্রীদের সংগীত, নৃত্য, আবৃত্তি ছাড়াও ছিল শিক্ষার্থী’গণ পরিবেশিত কবিগুরু বিরোচিত নৃত্যনাট্য ‘কাল মৃগয়া’।

বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা’গণের আন্তরিক উদ্যোগে দু’দিন ব্যাপী পরিবেশিত নানা অনুষ্ঠানে অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নিবেদিতা শিশু তীর্থ আয়োজিত ১৬৫ তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।









