সাড়ম্বরে অনুষ্ঠিত ঠাকুরনগর সন্ধ্যা কুমুদ এর কবি প্রণামের অনুষ্ঠান

সমর বিশ্বাস : বিগত বছর গুলির মতো এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী মহাসমারোহে উদযাপন করে ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমীর সদস্য’গণ।

গত ৯ মে বিশ্বকবির ১৬৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে একাডেমী সংলগ্ন মুক্তাঙ্গনে কবি বন্দনা অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিপ্রেমী বিদ্যুৎকান্তি মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক ও প্রখ্যাত সঙ্গীতশিল্পী ঝর্ণা মন্ডল প্রমূখ।

বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুতপা ঘোষ ও সহশিল্পীদের সমবেত কন্ঠে ‘হে নূতন দেখা দাও আর বার’ সংগীতের মধ্য দিয়ে আয়োজিত কবি প্রণামের অনুষ্ঠানের সূচনা হয়। মনের কোণে রবি ঠাকুর শীর্ষক কবি বন্দনার অনুষ্ঠানে একাডেমীর সদস্য ও শিক্ষার্থী’গণ সংগীত, আবৃত্তি ও রবীন্দ্রনৃত্য পরিবেশন করেন।

সংগীত শিক্ষিকা ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঝর্ণা মন্ডল ও সুতপা ঘোষের কন্ঠে কবির লেখা গান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে। অনেক রাত অবধি রবীন্দ্র প্রেমী বহু মানুষ অনুষ্ঠান শোনেন। এদিনের অনুষ্ঠানে ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কথায়-কবিতায় সংগীত ও নৃত্যে ঠাকুরনগর সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমী আয়োজিত এদিনের কবি প্রণামের অনুষ্ঠান বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মানবেন্দ্র হালদারের সুচারু পরিচালনায় বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।









