আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনরাজ্যসাংস্কৃতিক অনুষ্ঠান

দশ দিনের নাট্যকর্মশালা অনুষ্ঠিত হলো রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে

নীরেশ ভৌমিক : ১১ ই মে ২০২৫ শেষ হলো রবীন্দ্র নাট্য সংস্থার নাট্যকর্মশালা। ২১ তম বর্ষে এই এই নাট্যকর্মশানে বারোটি বিদ্যালয়ের ৩৫ জন ছেলেমেয়ে অংশ নেয়।

১লা মে ২০২৫ এই প্রদীপ জ্বালিয়ে নাট্যকর্মশলের সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস উপস্থিত ছিলেন কাউন্সিলর বাসন্তী ভৌমিক, শরৎ চক্রবর্তী পলাশ মন্ডল।

দশদিনের এই নাট্যকর্মশালায় নাট্য প্রশিক্ষণ দেন রবীন্দ্রনাথের সংস্থা নাট্য অভিনেতা সৌরদীপ ব্যানার্জি, দশদিনে ছোটরা একটি নাটক প্রস্তুত করেন বাদল সরকারের হট্টমালার ওপারে। শেষ দিন অর্থাৎ ১১ই মে নাটকটি ম্যানচেস্টার হয়।

উপস্থিত ছিলেন নাট্যকার নির্দেশক নাট্য আকাদেমির সদস্য রাকেশ ঘোষ, বাসুদেব হই রতন চক্রবর্তী মিহির লাল চক্রবর্তী নারায়ণ মন্ডল, নীরেশ ভৌমিক, পাঁচু গোপাল হাজরা, অনন্ত চক্রবর্তী, মেহেদী সানি, জাহাঙ্গীর হাবিব, সরজ চক্রবর্তী।

প্রথমে অতীতের ব্যাস পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় পরিশেষে পরিবেশিত হয় দশ দিনের কর্মশালায় তৈরি করা নাটক “হট্ট মালার ওপারে”অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে ৩০ বছরের স্মারক ও মানপত্র তুলে দেয়া হয়।

সমস্ত কর্মকাণ্ডে যারা সহযোগী হিসেবে কাজ করলেন তারা হলেন দেবব্রত মজুমদার, ঋতুপর্ণা মুখার্জি, প্রদীপ ভট্টাচার্য পবিত্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *