আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউদ্বোধনউৎসবজেলার খবরপ্রতিভার সন্ধানেবিনোদনসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতির শহর গোবরডাঙ্গায় শুভ সূচনা হল “শিবাঞ্জলী নৃত্যালয়” নামক নৃত্য দলের

নীরেশ ভৌমিক : সম্প্রতি সংস্কৃতির শহর গোবরডাঙ্গায় শুভ সূচনা হল “শিবাঞ্জলী নৃত্যালয়” নামক নৃত্য দলের। গত ১১ই মে ২০২৫ বিকালে গোবারডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে কবি প্রণাম এর মাধ্যমে, শিবাঞ্জলী নৃত্যালয়ের শুভ উদ্বোধন হয়।

দুই নতুন প্রজন্মের তরুণী “রাখী বিশ্বাস” ও “তৃষ্ণা বিশ্বাস” এর হাত ধরে এই দলটির সৃষ্টি। “রাখী বিশ্বাস” ও “তৃষ্ণা বিশ্বাস” মূলত কত্থক নৃত্যশিল্পী। তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন জায়গায় নৃত্য প্রশিক্ষক হিসাবে কাজ করে আসছে।

তাদের এই দীর্ঘ দিনের প্রচেষ্টার মাধ্যমে তারা এই শিবাঞ্জলী নৃত্যালয় অর্থাৎ তাদের নিজেদের নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা করল। শিবাঞ্জলী নৃত্যালয়ের এই পথ চলায় বহু গুনি মানুষের সমাগম ঘটেছিল।

তাদের বিপুল উৎসাহ ও উদ্দীপনা পূর্ণ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গোবারডাঙ্গা শিল্পায়নের কর্ণধার আশীষ চ্যাটার্জী, উপস্থিত ছিলেন গোবারডাঙা নাবিক নাট্যম এর নির্দেশক জীবন অধিকারী, এছাড়াও ছিলেন নৃত্যাল্পনা নৃত্য দলের কর্ণধার ভবেশ মজুমদার মহাশয় ও বিশিষ্ট তবলা বাদক ও নৃত্য প্রশিক্ষক শংকর শীল প্রমূখ।

বিশিষ্ট অতিথি বর্গের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিদের বরণ করে দলের শিশু শিল্পীরা। এরপর শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান যেখানে দলের প্রতিষ্ঠাতা রাখী বিশ্বাস ও তৃষ্ণা বিশ্বাস এর নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

তারপর দলের ছোট ছোট শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে। শিবাঞ্জলী নৃত্যালয়ের এই আয়োজন অনেক গুণী নৃত্যশিল্পীরা অংশগ্রহন করেছিলেন। সঞ্চিতা সেন, প্রিয়াঙ্কা আমিন, সান্তা দত্ত বণিক সহ আরও অনেকে যোগদান করেছিলেন।

শিবাঞ্জলী নৃত্যালয়ের এই আয়োজনটি ১১ই মে অর্থাৎ মাতৃ দিবসের দিনে তাই তারা এই দিনে মায়েদের সংবর্ধনার আয়োজন করেছিলো কারণ তাদের এই প্রচেষ্টায় তাদের মায়েদের ভূমিকা অনস্বীকার্য। গোবারডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে, শিবাঞ্জলী নৃত্যালয় আয়োজিত এই কবি প্রণাম অনুষ্ঠানটি চলে তিন ঘণ্টারও বেশি সময় ধরে।

শিবাঞ্জলীর কর্ণধার রাখী বিশ্বাস ও তৃষ্ণা বিশ্বাস জানান তারা কবি প্রনামের মাধ্যমেই এই দলের সূচনা করতে চেয়েছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী দিয়ে তারা এই সূচনাটি করে। নাচ, গান, কবিতা, আবৃত্তি তে ভরপুর ছিল শিবাঞ্জলী নৃত্যালয়ের এই আয়োজন।

দর্শক পরিপূর্ণ হলে নিখুঁত আয়োজনে তাদের এই উদ্যোগ সত্যিই সার্থকতা লাভ করেছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়ন সাহা ও শর্মিষ্ঠা সাধুখাঁ । সবশেষে রাখী বিশ্বাস ও তৃষ্ণা বিশ্বাস এর নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *