রাজ্য

পুরুষ ও মহিলা মিলে গাজা সহ গ্রেফতার ৫ বাগদায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  মোট ১১টি প্যাকেটে ২২ কেজি ৬১০ গ্রাম গাঁজা সহ ৫ ব্যাক্তিকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রাম বাসীরা। ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পাকাবাড়ি এলাকায়।

জানা গেছে, পাচারকারী ৫ জনের মধ্যে রয়েছে ২ জন মহিলাও। পাচারকারীরা যথাক্রমে বাগদার মঙ্গলগঞ্জের রবিউল মন্ডল(২২), বনগাঁর ঘাটবাওড়ের আলআমিন মন্ডল(২৩), বাগদার নলডুগরী গ্রামের সেলিম মল্লিক(২৫), নদীয়ার কৃষ্ণগঞ্জের সোনালী পোদ্দার(২৮), এবং নদীয়ার মাঝদিয়ার সীমা রায়(১৮)।

স্থানীয় সুত্রে প্রকাশ, গাঁজার প্যাকেট গুলি পাচারের আগে উক্ত ৫ ব্যাক্তি বাগদা থানার সিন্দ্রানি পার্ক এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করছিল। পরে বাগদা থানার পুলিশ পাচারকারীদের গ্রেফতার করে বারাসাত কোর্টে চালান দিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *