রাজনৈতিক দলের খবর।

সীমান্তে ধর্ষক বিএসএফদের শাস্তির দাবিতে তৃনমুল কংগ্রেসের প্রতিবাদ সভা বাগদার কাশীপুরে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুকের সাথে ক্যামেরায় ইয়াদ আলি মন্ডল : বর্ডার সীমান্তে ধর্ষক বিএসএফদের শাস্তির দাবিতে বাগদা ব্লকের রণঘাট অঞ্চলের অন্তর্গত কাশিপুর গ্রামসভা উচ্চ বিদ্যালয় মাঠে তৃনমুল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা।

এই প্রতিবাদ সভা থেকে সীমান্ত এলাকায় বিএসএফের ধর্ষন সহ অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে সরব হল তৃনমুল কংগ্রেসের রাজ্য ও জেলা নেত্রবৃন্দ। অনুষ্ঠানটিতে তৃনমুল কংগ্রেসের বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রাজ্য নেতৃত্ব কুনাল ঘোষ,

কাকলী ঘোষ দস্তীদার, শশী পাঁজা, পার্থ ভৌমিক, নারায়ন গোশ্বামী, রেহেনা খাতুন, বিশ্বজিৎ দাস, ইলা বাগচী, রতন ঘোষ, গোপাল শেঠ, মমতা বালা ঠাকুর, পরিতোষ সাহা, অঘোর হালদার, গোপা রায়, তরুন ঘোষ সহ অসংখ্য জেলা ও আঞ্চলিক নেত্রবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *