চাঁদপাড়ায় যোগতীর্থের যোগদিবস পালন

নীরেশ ভৌমিক :- বনগাঁর অন্যতম যোগ প্রশিক্ষণ ও চর্চার প্রতিষ্ঠান যোগতীর্থ গত ২০ জুন বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে এক প্রদর্শনীর আয়োজন করে।

এদিন অপরাহ্নে বানী বিদ্যাবীথি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ প্রশিক্ষিকা শিলা সানা, শিক্ষিকা প্রতিমা দাস প্রমুখ।

যোগতীর্থের প্রানপুরুষ বিশিষ্ট ক্রীড়া-শিক্ষক প্রসেনজিৎ দত্ত সকলকে স্বাগত জানান। শিক্ষার্থীরা বিশিষ্টজনদের উত্তরীয় ও লাল গোলাপে বরণ করেন।

সমবেত যোগ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণের সামনে অ্যাবাকাস প্রশিক্ষণের মাধ্যমে সুকুমারমতি কচি-কাঁচা পড়ুয়াদেরকে অংক বিষয়ে পারদর্শী করে তোলার আহ্বান জানান।

যোগতীর্থের চাঁদপাড়া, চাকুরিয়া, মণ্ডলপাড়া ইত্যাদি শাখার সদস্য যোগ প্রশিক্ষণার্থীগন এদিন একক ও সমবেত ভাবে যোগ প্রদর্শন করে। উপস্থিত যোগাপ্রেমী দর্শক ও অভিভাবকগন হাততালিতে ছোট-ছোট শিক্ষার্থীগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

যোগাপ্রেমী অভিভাবক ও যোগ প্রশিক্ষণার্থীগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অংশগ্রহনে যোগতীর্থ আযোজিত এদিনের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।








