বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১জন পুরুষ ও ১জন মহিলা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুকের সাথে ক্যামেরায় ইয়াদ আলী মন্ডল : বাগদা থানার জিৎপুর সীমান্ত থেকে রাত ৩টার সময় বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিএসএফের ৬৮নং ব্যাটলিয়নের জওয়ানরা ১জন পুরুষ ও ১জন মহিলাকে আটক করে বনগাঁ কোর্টে চালান দিয়েছে বলে জানা গেছে।
বিএসএফ সুত্রে প্রকাশ, রানী কর্মকার(৩২)এর বাড়ী নদীয়া জেলার মাঝদিয়ার মিরগিমারী পাড়ায়। অবৈধ অনুপ্রবেশ কালে তার কাছ থেকে ৯৫৮০ টাকা উদ্ধার হয়েছে। এবং একই অভিযোগে অভিযুক্ত নিউ দিল্লীর গোবিন্দপুরী প্রকাশ মহল্লার মোঃ রফিক(২২)এর কাছ থেকে ২১৮ টাকা উদ্ধার হয়েছে বলে বিএসএফ সুত্রে জানা গেছে।