গাইঘাটার গাজনা কিশলয় তরুণতীর্থে রক্ত দিলেন ১০৮ জন স্বেচ্ছা রক্তদাতা

নীরেশ ভৌমিক :- থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার কিশলয় তরুণতীর্থ এর পরিচালনায় গাজনা কিশলয় একাডেমী প্রাঙ্গনে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।

অশোক ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ২৫ জন মহিলা সহ মোট ১০৮ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। এই শিবিরে স্বেচ্ছার রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন,

গাইঘাটা ব্লকের বিডিও- নীলাদ্রি সরকার, অধ্যাপক অমিত মন্ডল, সুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান- পম্পা পাল, কিশলয় তরুণতীর্থের সম্পাদক- ভাস্কর বসু, কোষাধ্যক্ষ সুজিত দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই শিবিরের অন্যতম উদ্যোক্তা মিহির পাল জানান- সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে রক্তদান শিবির কম অনুষ্ঠিত হয়। ফলে এই সময় রাজ্যের ব্লাড ব্যাংকগুলো গ্রীষ্মকালীন রক্ত সংকটে ভুগছে।

রক্ত সংকটের এই সময়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে আয়োজিত এই রক্তদান শিবির, যা এলাকার যুবক-যুবতীদের আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রক্তদান উৎসবে পরিণত হয়েছে।








