১২ ই জুলাই উদযাপিত হল প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস

নীরেশ ভৌমিক :- ১২ ই জুলাই তারিখটা ছিল প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস । রাষ্ট্রসংঘ প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়বার যে তাগিদ উপলব্ধি করেছে সেই তাগিদ থেকেই এ বছরের পরিবেশ দিবসের বার্তা ছিল প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ে তোলা। সেই ভাবনাকে মাথায় রেখেই উত্তর দমদম পৌরসভার অন্তর্গত নীলম আবাসনের পক্ষ থেকে বিগত বছর গুলোর মতই গত ১৩ জুলাই আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবির ও কিছু সামাজিক কর্মসূচি।

এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে নীলম আবাসন শিব মন্দির কমিটি আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার মাননীয় পৌর প্রধান বিধান বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী অশোক শর্মা , আশিসলাল সিং, প্রসেনজিৎ মিস্ত্রি, খোয়াই এর কর্ণধার শিল্পী হরেন দাস, সর্বকালের সেরা গোলরক্ষক ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী নীলম আবাসন কো- অপারেটিভ হাউজিং স্যোসাইটির সম্পাদক দেবজ্যোতি সেনগুপ্ত প্রমূখ।

এই কমিটি বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে আবাসনের সকল আবাসিক কে সাথে নিয়ে আবাসনের পরম্পরা বজায় রেখেই এই মহতী আয়োজনে ব্রতী হয়। রক্তদান শিবিরে কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক এর স্বাস্থ্যকর্মীরা এদিনের শিবির থেকে ৩১জন দাতার রক্ত সংগ্রহ করেন। প্রত্যেক রক্তদাতাকে ফুল, স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়।

শুধু রক্তদান শিবির ই নয় রক্তদান শিবিরের সঙ্গে আয়োজকরা সামাজিক কিছু ভাবনাকে মাথায় রেখে তাদের কর্মসূচিতে জায়গা দিয়েছিল থ্যালাসেমিয়া ও প্লাস্টিক সচেতনতা বিষয়ক এক মনোজ্ঞ এক আলোচনা। অতিথি বর্গের প্রত্যেকেই তাদের বক্তব্যের মধ্যে রক্তদান শিবিরের পাশাপাশি থ্যালাসেমিয়া ও প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ক সামাজিক কর্মসূচিগুলির অন্তর্ভুক্তিকে কুর্নিশ যোগ্য বলে অভিনন্দন জানান।

পুরপ্রধান বিধান বিশ্বাস বলেন নীলম আবাসনের সকল সামাজিক উদ্যোগের সাথে তাঁর যোগ যেমন ছিল তেমনই আছে ও থাকবে। তিনি আরও বলেন যে উত্তর দমদম পৌরসভা কড়া হাতে যেমন প্লাস্টিক নিয়ন্ত্রণ করছে তেমনি সবুজায়নের জন্য লক্ষাধিক গাছ লাগানোর প্রয়াস নিতে চলেছে।

এই সমস্তকাজে পৌর উদ্যোগের সাথে নীলম আবাসনের মতই বিভিন্ন সংস্থা এগিয়ে এলেই পৌরসভার প্রয়াস সফল হবে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। এদিনে আগামী দিনে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমাতে সচেতনতা যে কতটা জরুরী সে ব্যাপারে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এর পক্ষ থেকে রাখা সমৃদ্ধ আলোচনাকে প্রাণবন্ত করে তুলতে আলোচ্য বিষয়ের উপর প্রশ্নোত্তর পর্বও যথেষ্ট ইতিবাচক সাড়া মেলে ।

এরপর প্লাস্টিক বিষয়ে সচেতনতামূলক এক আলোচনা চক্রও সময়ের দাবি মেনে অনুষ্ঠিত হয়। যেখানে প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ, প্লাস্টিক বাড়িতে এসে গেলেও তার ব্যবস্থাপনা ও বিকল্প ভাবনা বিষয়ে আলোচনায় বারাসাত এষণা পরিবারের পক্ষে শিক্ষক পরিবেশকর্মী অরিন্দম দে হাতে-কলমে বেশ কিছু বিকল্পের ধারণা দেন ।

উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস এর বক্তব্যের রেশ টেনে এই প্লাস্টিক সচেতনতার প্রসার ঘটাতে আবাসনের ইতিবাচক উদ্যোগকে আরো গঠনমূলক করে তুলতে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ক আলোচনাও বেশ প্রাসঙ্গিক ছিল বলেই উপস্থিত সকলে মনে করেন। সমগ্র অনুষ্ঠান টি আবাসনের সম্মানীয় আবাসিক একজন বিজ্ঞান মনস্ক পরিবেশ কর্মী প্রধান শিক্ষক অমিত সরকারের সুচারু সঞ্চালনায় যথাযথ হয়ে ওঠে ।








