স্কুলে বই না আনার অপরাধে ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের, প্রতিবাদে রাস্তা অবরোধ চাঞ্চল্য ছড়ালো এলাকায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- স্কুলে বই না আনার অপরাধে শিক্ষক কত্তৃক এক ছাত্রকে বেধরক পেটানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলার বাগদা হাইস্কুলে।

সূত্রের খবর, এদিন বাগদার হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ইংরেজি ক্লাসে এক ছাত্রের কাছে ইংরেজি বই দেখতে না পেয়ে বেজায় রুষ্ট হন স্কুলেরই এক ইংরেজি শিক্ষক। ছাত্র শিক্ষকের মধ্যে উত্তপ্ত বাক্যালাপের এক পর্যায়ে ছাত্রটিকে বেধড়ক পেটান ইংরেজি শিক্ষক বলে অভিযোগ।

আহত ছাত্রের অভিযোগ ঐ দিন ক্লাসে নাকি আরও অনেক ছাত্র ছাত্রীদের কাছেই ইংরেজি বই ছিল না। তাহলে শুধুমাত্র তাকেই কেন মারধর করা হল ? শিক্ষকের প্রহারে অহত ছাত্রটিকে তার সহপাঠীরা দ্রুত বাগদা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছাত্রটিকে ছেড়ে দেন। তারপর ঘটনাটিকে কেন্দ্র করে বাগদার হাইস্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

বিক্ষোভকারী ছাত্র ছাত্রীরা স্কুলের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়েও অভিযোগের আঙুল তোলে। বিক্ষোভ চলাকালীন সময়ে ছাত্র ছাত্রীদের সাথে স্থানীয়দেরও অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভকে ঘিরে এলাকা উত্তপ্ত হতে থাকলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। ঘটনাকে কেন্দ্র করে বাগদার হাইস্কুলে প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে শিক্ষকদের মিটিং।









