আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অন্যান্য।উন্নয়নের খবরগ্রামের খবরব্যবসার খবর

আমডোব এলাকার পাটকেলপোতা মোড়ে শুভ উদ্বোধন হল ‘আরবান মিক্স কনক্রিট’ টাইলস ও কনক্রিট ব্লক তৈরীর কারখানার, গ্রামীণ অর্থনীতিতে সূচনা হল নতুন দিগন্তের 

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- আজ আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের আমডোব এলাকার পাটকেলপোতা মোড়ে এক নতুন শিল্প সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত বিভিন্ন কোয়ালিটির সিমেন্টের ব্লক ও অত্যাধুনিক টাইলস তৈরির কারখানা। ‘আরবান মিক্স কনক্রিট’ নামীয় অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন কালারের কনক্রিটের ইট ও ফ্লোর টালি কারখানার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ও কাউন্সিলর প্রসেনজিত বিশ্বাস, সমাজসেবী কার্তিক বাইন, হিবজুর রহমান মন্ডল, সাহাদাত মন্ডল, আকবর বিশ্বাস, ডাঃ আজগর আলী, ডাঃ সফিউদ্দিন সরদার প্রমূখ।

এ ছাড়াও কারখানাটির উদ্বোধন কালে অতিথিবৃন্দের সাথে এলাকার অসংখ্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট ও কাউন্সিলর প্রসেনজিত বিশ্বাস তাঁর  বক্তব্য দানকালে বলেন, আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের আমডোব এলাকার পাটকেলপোতা মোড়ে অবস্থিত “আরবান মিক্স কনক্রিট” থেকে বাজার ছাড়া কমমুল্যে আন্তর্জাতিক মানের ফ্লোর টালি ও কনক্রিট ব্লক পেয়ে উপকৃত হবে এলাকার মানুষ।

সেই সাথে এই কারখানার কাজে সংযুক্ত হয়ে অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী হবে এলাকার প্রচুর মানুষ। কারখানার স্বত্ত্বাধিকারী হিবজুর রহমান মন্ডল জানান, এই কারখানায় উৎপাদিত বিভিন্ন কালারের টাইলস ও কনক্রিট ব্লক নিঃসন্দেহে আন্তর্জাতিক মানসম্পন্ন হবে এবং এই কারখানার মাধ্যমে এলাকার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সেই সাথে স্থানীয় অর্থনীতি ও উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *