বনগাঁ মহকুমা পর্যায়ের তাইকন্ডো সিলেকশন রনঘাটে বাগদা ছিনিয়ে নিলো জয়ের মুকুট

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- আজ রনঘাট অঞ্চল হাইস্কুল চত্বরে এক নজরকাড়া দৃশ্যের সাক্ষী থাকল গোটা এলাকা। বনগাঁ মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক মনোতোষ নাথের আহবানে অনুষ্ঠিত হল মহকুমা স্তরের তাইকন্ডো সিলেকশন প্রতিযোগিতা।

সকাল ১১টায় স্কুল রিপোর্টিংয়ের মাধ্যমে সূচনা হয় প্রতিযোগিতার, ১৪,১৭,১৯ ছেলে ও মেয়েদের অংশগ্রহণ প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক ছিল।অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনে প্রয়োজন ছিল মূল আধার কার্ড, জন্ম শংসাপত্র,

গত বছরের মার্কশিট ও যোগ্যতা ফর্ম—সবটাই ছিল নিখুঁতভাবে সংগঠিত। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পরিচালিত এই সিলেকশনে বনগাঁ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ৪৫ জন প্রতিযোগী অংশ নেয়।সবচেয়ে আশাজাগানিয়া খবর, অংশগ্রহণকারী ৪৫ জনের মধ্যে ২৪ জন প্রতিযোগিতায় জয়লাভ করে।

এবং তার মধ্যে বাগদা ব্লক একাই জয় ছিনিয়ে নিয়েছে ১৮ জন প্রতিযোগী নিয়ে। বাকিরা বনগাঁ, গাইঘাটা ও গোপালনগর এলাকার। ফলে বাগদা ব্লক নিজেদের শ্রেষ্ঠত্ব ফের প্রমাণ করল এই ক্রীড়াঙ্গনে।অনুষ্ঠানকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে বনগাঁ মহকুমার একাধিক অভিজ্ঞ প্রশিক্ষক সকাল থেকেই উপস্থিত ছিলেন রনঘাট অঞ্চল হাইস্কুলে।

উৎসাহ, শৃঙ্খলা ও প্রতিযোগিতার সম্মিলিত আবহে আজকের দিনটি হয়ে উঠল তাইকন্ডোপ্রেমী শিক্ষার্থীদের জন্য স্মরণীয়। এই জয়ে হেলেঞ্চার এটিএস একাডেমীর কোচ জহিরুল ইসলাম বলেন, বাগদার এই জয়জয়কারে নতুন উদ্যমে এগিয়ে চলুক আগামী দিনের ক্রীড়া পথচলা !










