গাইঘাটার মধুসূদনকাটি সমবায় ভাবনা দিবসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দুস্থ পড়ুয়াদের শিক্ষা উপকরণ প্রদান

নীরেশ ভৌমিক : বিগত বৎসর গুলির মতো এবারও গত ২০ জুলাই সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত কুঞ্জবিহারী সরকারের ২৯ তম প্রয়াণ দিবসটি সমবায় ভাবনা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপন করে জেলা তথা রাজ্যের সেরা এবং জাতীয় পুরস্কারে ভূষিত গাইঘাটার মধুসূদনকাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ কর্তৃপক্ষ।

এদিন মধ্যাহ্নে প্রয়াত প্রতিষ্ঠাতা কুঞ্জবিহারী সরকারের আবক্ষ মূর্তিতে ফুল-মালা অর্পণ এর মধ্য দিয়ে আয়োজিত সমবায় ভাবনা দিবসের সূচনা হয়।সমিতির সভাপতি কালিপদ সরকারের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পূর্ব চক্রের

অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বসু, গোবরডাঙ্গা প্রীতিলতা শিক্ষা নিকেতন (বালক) এর প্রধান শিক্ষক আশিস চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবি চিত্তরঞ্জন দে, স্থানীয় সুটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পম্পা পাল, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি টুকু চক্রবর্তী, আইডিবিআই ব্যাংকের প্রতিনিধি

ধীমান বিশ্বাস, ছিলেন সমিতির প্রতিষ্ঠাকালের একমাত্র জীবিত সদস্য বর্ষিয়ান পঞ্চানন মন্ডল প্রমুখ। সমিতির সম্পাদক দেবাশিস বিশ্বাস সকলকে স্বাগত জানান। সদস্যগণ সকল বিশিষ্টজনদের বরণ করে নেন। সভাপতি কালিপদ বাবু বলেন, রাষ্ট্রপুঞ্জ এই ২০২৫ সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করেছে।

তিনি সমবায় আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান। অন্যান্য বক্তাগণ বলেন দেশবাসীর নিকট সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমিক উন্নত পৃথিবী, সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। শিক্ষার প্রসারেও সমবায়ের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে বিশিষ্ট জনেরা মন্তব্য করেন।

এদিন এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের অধিকারী এলাকার কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়, সেই সঙ্গে দুস্থ ও মেধাবী কতিপয় পড়ুয়ার হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সকলে এভাবেই মানুষের সমবায় গড়ে তোলার আহ্বান জানান।

পরিশেষে সমিতির দীর্ঘকালের ম্যানেজার বিদায়ি গোবিন্দ চন্দ্র ঘোষকে এদিন মানপত্র, উত্তরীয় সহ নানা উপহারে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়।সমিতির পরিচালন কমিটির অন্যতম সদস্য মিলন কান্তি সাহার পরিচালনায় সমবায় ভাবনা দিবস উপলক্ষে আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।









