আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরপ্রতিভার সন্ধানেবিনোদনসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

গোবরডাঙ্গায় সেবার সাহিত্য সভায় সংবর্ধিত কবি শংকর মল্লিক

নীরেশ ভৌমিক : জন্ম মাসে বিশিষ্ট কবি দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে গত ২৬ জুলাই মধ্যাহ্নে মহাসমারোহে শুরু হয় সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৬৮ তম সাহিত্য সভা ও অনুষ্ঠান।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কুমকুম মুখার্জী।প্রবীণ কবি গৌরাঙ্গ দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সাহিত্য সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বালা, বর্ষিয়ান কবি শঙ্কর মল্লিক, সঞ্চালক সুবিধ মোল্লা।

স্বাগত ভাষণে সমিতির সম্পাদক সংস্কৃতিপ্রেমী গোবিন্দলাল মজুমদার আয়োজিত সাহিত্য সভার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং সেই সঙ্গে জন্ম মাসে ও কবিদ্বয়ের কাব্য ও সাহিত্য জীবনের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দান করেন।

সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কবি সাহিত্যিকগণ স্বরচিত সাহিত্য ও কবিতা পাঠ করে শোনান। শিশুশিল্পী স্বস্তিকা মৌলিক এবং সেইসঙ্গে দিয়া ও মানালিনার কন্ঠের যৌথ কবিতা আবৃত্তি সমবেত সকলকে মুগ্ধ করে।

বর্ষিয়ান সঙ্গীত শিল্পী বিমল সরকার, প্রবীর হালদার, বিবর দত্ত, অমল মন্ডল ও কেয়া দেবনাথ এর গাওয়া গান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।এদিন বর্ষিয়ান কবি শঙ্কর মল্লিককে সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র মেমেন্টো সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

স্মারক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি হিমাদ্রি গোমস্তা, সম্পাদক গোবিন্দ বাবু ও সেবার প্রবিনা সেবিকা প্রতিমা চক্রবর্তী।

মানপত্র পাঠ করেন সেবিকা সুপর্ণা নাগ, কাব্য ও সাহিত্য প্রেমী বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে এদিনের ৬৮ তম সাহিত্য সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *