আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

নাট্যানুষ্ঠানপ্রতিভার সন্ধানেবিনোদনসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত কলরব এর নাট্য কর্মশালা

নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার অন্যতম সাংস্কৃতিক সংস্থা কলরব প্রতিবছর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান ছাড়াও নাট্যানুষ্ঠানের আয়োজন করে থাকে। সংগঠনের সদস্যদের নাটকের প্রতি আগ্রহ বাড়ায় নাটককে আরোও আকর্ষণীয় করে তুলতে নাট্য কর্মশালার আয়োজন করে কলরব কর্তৃপক্ষ।

গত ৬ জুলাই চাঁদপাড়ার হৃষিকেশ কুন্ডু নাট্য গৃহে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী। মাসের চারটে রবিবার নাট্যাভিনয় ছাড়াও মাইম মূকাভিনয়, মেকাপ, নাটকে ধ্বনি ও আলো প্রক্ষেপণ ইত্যাদির উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

সুভাষ চক্রবর্তী ছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর প্রাক্তন সদস্য ও গোবরডাঙ্গা শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের কর্ণধার আশিস চট্টোপাধ্যায়, মেকাপ শিল্পী দিলীপ ভট্টাচার্য, বিশিষ্ট মূকাভিনেতা জগদীশ ঘরামী এবং ধ্বনি ও আলো প্রেক্ষাপনে প্রশিক্ষণ প্রদান করেন গৌতম সরকার।

কলরব সাংস্কৃতিক সংস্থার সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোবিন্দ কুণ্ডু সকলকে স্বাগত জানান। গত ২৭ জুলাই প্রশিক্ষণের শেষ দিনে উপস্থিত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলন সাহা, দিলীপ ভট্টাচার্য ও গৌতম সরকার।

কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীগণের হাতে শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান। কলরব এর কর্ণধার গোবিন্দ বাবু জানান, কর্মশালায় সংস্থার ২৫ জন সদস্য-সদস্যা অংশ অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী সকলের মধ্যে নাট্যকর্মশালাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *