সাড়ম্বরে পালিত হল হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : – আজ ১লা আগষ্ট বাগদা ব্লকের ঐতিহ্যবাহী হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল বেশ সাড়ম্বরেই।“কলেজটি প্রতিষ্ঠার ২০ বছর পূর্তিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিবাহিত দিনটি যেন স্মৃতি ও স্বপ্নের এক ঐতিহাসিক দিন।

উৎসবমুখর পরিবেশ, স্মৃতির ঘনঘটা, আর নতুন স্বপ্ন বোনার প্রত্যয়ে শুক্রবার হেলেঞ্চা ড. বি. আর. আম্বেদকর কলেজ উদযাপন করল তাদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

একই সঙ্গে কলেজের প্রাক্তন জিবি প্রেসিডেন্ট তথা অদ্যকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. সুবির বিশ্বাসের হাত দিয়ে ফলক উন্মোচনের মাধ্যমে কলেজের স্বপ্নের অডিটরিয়াম ভবনের শুভ উদ্বোধন হয়।

সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে এলাকার বিশিষ্টজন, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, প্রাক্তনীদের, পদচারণায় জমজমাট হয়ে ওঠে ক্যাম্পাস।

অনুষ্ঠানের প্রারম্ভে কলেজ প্রাঙ্গনে যথাযোগ্য মর্য্যাদায় রাখা ড. বি. আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে সূচনা হয় দিনব্যাপী অনুষ্ঠানের। মাল্যদান করেন অনুষ্ঠানের সভাপতি তথা জি.বি প্রেসিডেন্ট তরুণ ঘোষ।

পরে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কলেজের প্রিন্সিপাল ড. চিত্তরঞ্জন দাশ, প্রফেসর ড. সুবির বিশ্বাস, ভাইস প্রিন্সিপাল ড. রূপলিনা ব্যানার্জি, জি.বি সদস্য অঘোর হালদার, প্রাক্তন জি.বি সদস্য বাদল সরকার প্রমূখ।

অতিথিবৃন্দ অদ্যকার অনুষ্ঠান কেন্দ্রে ঢোকার পূর্বে নবনির্মিত অডিটরিয়াম ভবনের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন, কলেজের প্রাক্তন জিবি প্রেসিডেন্ট তথা অদ্যকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. সুবির বিশ্বাস।

তিনি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মূর্হুমূহু করতিলির মধ্যে ফলক উন্মোচন করে কলেজের স্বপ্নের অডিটরিয়াম ভবনের শুভ উদ্বোধন করেন। অডিটরিয়াম ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে চারা গাছে জল ঢেলে মুল অনুষ্ঠানের শুভ সূচনা করেন, কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশ।

তাঁকে সহযোগিতা করেন, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, বারাসতের প্রফেসর ড. সুবির বিশ্বাস, হাবড়া শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সুব্রত চ্যাটার্জি, দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল সোমা ঘোষ, কলেজের জি.বি প্রেসিডেন্ট তরুণ ঘোষ, জি.বি সদস্য অঘোর হালদার, প্রাক্তন জি.বি সদস্য বাদল সরকার প্রমূখ।

এরপর কলেজের একঝাঁক ছাত্রছাত্রী সমবেত কন্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট অতিথিবৃন্দের উত্তরীয় ও কলেজের নিয়ম অনুযায়ী চারাগাছ দিয়ে বরন করে নেওয়া হয়।

একই ভাবে বরন করে নেওয়া হয় বাগদার বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা ও অনিরুদ্ধ কীর্ত্তনীয়াকেও। তারপর শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বে উদ্বোধনী ভাষণ দেন কলেজটির রূপকার তথা কলেজ নিবেদিত প্রাণ অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশ।

তিনি তাঁর ভাষণে কলেজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। অধ্যক্ষের বক্তৃতায় উঠে আসে কলেজের জন্মলগ্নের সংগ্রাম, গর্বের অর্জন ও আগামী দিনের পরিকল্পনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের জিবি প্রেসিডেন্ট তরুণ ঘোষ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাক্তন জিবি প্রেসিডেন্ট তথা বারাসত কলেজের প্রফেসর ড. সুবির বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে হাবড়া শ্রী চৈতন্য কলেজের প্রিন্সিপাল ড. সুব্রত চ্যাটার্জি ও দক্ষিণেশ্বর হিরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল ড. সোমা ঘোষ।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, জিবি সদস্য অঘোর হালদার, প্রাক্তন জিবি সদস্য তথা প্রাক্তন শিক্ষক বাদল সরকার প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানটিতে কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষা কর্মী, প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ কলেজের ছাত্র সংগঠনের সকল নেতৃত্বের উপস্থিত থাকতে দেখা যায়।

উল্লেখ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে কলেজের খেলা-ধূলা, গান-বাজনা, তাইকন্ডো, পরিস্কার-পরিচ্ছন্নতা, ইত্যাদির উপর বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. রুপলীনা ব্যানার্জি ও অধ্যাপক আজিজ মন্ডল।











