৭৭ নং পার্টে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর দ্বিতীয় প্রস্তুতি সভা

(বক্তব্য রাখছেন পূর্ব ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য পরিতোষ কুমার সাহা)
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :-‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কে কেন্দ্র করে পঞ্চায়েত সদস্যা স্মৃতিকনা রায়ের ডাকে বাগদা ৭৭ নং পার্টের ভোটারদের নিয়ে বাগদা পাইকারী কাপড় হাটায় অনুষ্ঠিত হল এক প্রস্তুতি সভা। উক্ত প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে জল নিস্কাশনে ৩ টি ড্রেন নির্মান, ২টি রাস্তার কাজ ও ৩টি পাড়ায় আলোক স্তম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(সভায় সর্বসম্মতি ক্রমে গৃহীত সিদ্ধান্ত সমূহ)
অদ্যকার প্রস্তুতি সভার মিটিং-এ উপস্থিত সাধারণ জনগণের বক্তব্য, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ তখনই সার্থক হবে, যদি সত্যিকার অর্থে গ্রামবাসীদের সিদ্ধান্তই বাস্তবায়িত হয়।

(সভাটিকে সর্ব্বাঙ্গীন ভাবে সাফল্যমন্ডিত করতে নিজের বাড়ি থেকে আনা চেয়ার নিয়ে ঘরে ফেরা কর্মী অরুণ বাবু)
এই সভায় ৭৭ নং পার্টের অসংখ্য ভোটারদের সাথে বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য পরিতোষ কুমার সাহা, জেলা পরিষদের সদস্যা কবরী দত্ত মল্লিক, গ্রাম পঞ্চায়েতের সদস্যা স্মৃতিকনা রায়, তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল সর্দার, তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সাগরী মুন্ডা প্রমূখ।

(সভায় উপস্থিত উক্ত পার্টের ভোটারদের একাংশ)
আগামী ২০শে আগষ্ট বাগদা পঞ্চায়েতের ৩টি করে বুথের ভোটারদের উপস্থিতিতে বিডিও অফিসের একজন সরকারি আধিকারিকের পৌরহিত্যে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির অনুষ্ঠিত হবে।

(সভায় বক্তব্য রাখছেন পঞ্চায়েত সদস্যা স্মৃতিকনা রায়)
আর এই শিবিরেই সাধারণ মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে প্রত্যশা এমনটাই। বিডিও অফিসের সরকারি আধিকারিক সরাসরি সাধারণ মানুষের অভিযোগ ও আবেদন গ্রহণ করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমস্যা গুলির সমাধানের ব্যবস্থা করবেন।









