আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মদিনে শ্রদ্ধা, নাস্তিক মঞ্চের

নীরেশ ভৌমিক : – গত ২রা আগস্ট শনিবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে নাস্তিক মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।

মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিপরীতে মধ্যমগ্রাম পৌরসভার রবীন্দ্র মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই এই কর্মসূচিতে মূলত বিজ্ঞান সাধক, বিজ্ঞান মনস্ক শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায়কে স্মরণ করা উপলক্ষে তার জীবনচর্চার বিষয়ে আলোচনা রাখা হয়। মুখ্য আলোচক হিসেবে ছিলেন নদীয়া জেলা নাস্তিক মঞ্চের সাধারণ সম্পাদক শিক্ষক গৌতম অধিকারী।

তিনি তার অসাধারণ বক্তব্য এর মধ্য দিয়ে প্রফুল্ল চন্দ্র রায়ের বহুমাত্রিকতা ও আজকের দিনেও তার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই কর্মসূচিতে উপস্থিত নাস্তিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন দত্ত তার মূল্যবান বক্তব্যে সরকারি পৃষ্ঠপোষকতায় ও অর্থব্যয় করে মন্দির নির্মাণ, সরকারি ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সেই মন্দিরের প্রসাদ বিতরণ,

বিশেষ সম্প্রদায়ের প্রতি সহানুভূতি প্রকাশক পূজোর অনুদান বৃদ্ধি প্রভৃতি বিষয়ে প্রতিবাদ মূলক বক্তব্য পেশ করেন ।উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য তপন বিশ্বাস তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রফুল্ল চন্দ্র রায়ের জীবন চর্চা আজকের দিনে আলোচনার প্রাসঙ্গিকতা তুলে ধরেন শিক্ষক অপূর্ব কর

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিষয়ক একটি কবিতা পাঠ করেন ও তার মূল্যবান বক্তব্য রাখেন । উত্তর ২৪ পরগনা জেলার নাস্তিক মঞ্চের সাধারণ সম্পাদক অরিন্দম দে তার স্বরচিত প্রফুল্ল চন্দ্র রায় বিষয়ক কবিতা পাঠ ও কুসংস্কার দূর করবার বিষয়ে সচেতনতামূলক কবিতা ও কিছু অনুষ্ঠান প্রদর্শন করেন ।

অনুষ্ঠানের শুরুতে কর্মসূচির সভাপতি শিক্ষক তাপস সেন তার স্বাগত ভাষণে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে এই ধরনের জন্মদিন পালনের কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য বিষয়ে আলোকপাত করেন । অত্যন্ত গুরু গম্ভীর পরিবেশে শ্রদ্ধার সঙ্গে বিজ্ঞান সাধক ও বিজ্ঞানমনস্ক শিক্ষক আচার্য

প্রফুল্ল চন্দ্র রায়ের বাণী সম্মিলিত পোস্টার সহযোগে অনুষ্ঠান মঞ্চের সজ্জা জন্মদিন উদযাপনের তাৎপর্যকে সুস্পষ্ট করে তোলে ও পথ চলতি বহু মানুষের কৌতুহলী মন অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে।









