বাগদা ব্লক তৃণমূল কংগ্রেস ও হেলেঞ্চা কলেজের উদ্যোগে রাখি বন্ধন উৎসব ও মিষ্টি মুখ করিয়ে, ভ্রাতৃত্বের বার্তায় মুখরিত এলাকা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :— আজ ৯ আগস্ট বাগদা পুরাতন বাজারে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যান ও ক্রীড়াদপ্তরের উদ্যোগে সংস্কৃতি দিবসে পথচলতি সকল পথচারী সহ সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে, হেলেঞ্চাতে বাগদার বিধায়ক মধুপর্না ঠাকুরের উদ্যোগে রাখি বন্ধন উৎসবে পথচলতি সকল পথচারী সহ সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে
এবং হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবর্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে সীমান্তের অতন্দ্র প্রহরী বিএসএফের হেড কোয়ার্টার রনঘাট বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে উৎসবের আমেজে রাখি বন্ধন উৎসব করে গোটা এলাকা জুড়ে এনে দিল ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য বার্তা।

রনঘাট বিএসএফ হেড কোয়ার্টারে অনুষ্ঠিত রাখিবন্ধন উৎসবে হেলেঞ্চা কলেজের NSS ভলান্টিয়ার, শিক্ষাকর্মীবৃন্দ, NSS উপদেষ্টা কমিটির সদস্যরা সহ NSS প্রোগ্রাম অফিসার উপস্থিত ছিলেন। আজ যেন অসংখ্য বিএসএফের সাথে হেলেঞ্চা কলেজের ছিল “রাখীর সুতোয় বাঁধা ঐক্যের বন্ধন”।
রাখি বাধার পাশাপাশি সীমান্তে কর্মরত জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে, তাঁদের দেশের নিরাপত্তায় অসামান্য অবদানকে সম্মান জানানো হয় তাঁদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে। অপরদিকে বাগদা পুরাতন বাজারে যুবকল্যান ও ক্রীড়াদপ্তরের উদ্যোগে সংস্কৃতি দিবসে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,

তৃনমূল কংগ্রেসের পূর্ব ব্লক সভাপতি তথা পঃ সঃ পূর্ত কর্মাধক্ষ্য পরিতোষ কুমার সাহা, পশ্চিম ব্লক সভাপতি অঘোর হালদার, পঃ সঃ সভাপতি সুদেবী মন্ডল, জেলা পরিষদের সদস্যা কবরী দত্ত মল্লিক, পঃ সঃ কর্মাধক্ষ্য অরুপ পাল, গৌতম বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, প্রতিমা বিশ্বাস, শুক্লা মন্ডল,

যুব আধিকারিক সুজিত বিশ্বাস, যুব কল্যাণ দফতরের বিপ্লব সরকার, সুজয় সাহা, প্রধান মালিপোতা ও বয়রা প্রমুখ। হেলেঞ্চার অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, পঃ সঃ সহ সভাপতি তরুণ ঘোষ, তৃনমূল কংগ্রেসের যুব নেতা কিংকর মন্ডল, রবিন চক্রবর্তী, নিউটন বালা,

প্রতিমা রায়, বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্চিত সর্দার, সম্রাট মন্ডল, এস.সি এস.টি সেল নেতা মিত্তুন হালদার,তুহি মন্ডল, এমএলএ এর আপ্ত সহায়ক সুজিত ঘোষ প্রমুখ। হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবর্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে সীমান্তের অতন্দ্র প্রহরী বিএসএফের
হেড কোয়ার্টার রনঘাট বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে গোটা এলাকায় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য বার্তা দিতে ঐতিহ্যবাহী কলেজটির প্রিন্সিপাল ড. চিত্তরঞ্জন দাশ মহাশয় প্রেরিত অধ্যাপক, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রীদের, পরিচালক প্রফেসর কৌশিক সাউ, তাই কন্ডো ট্রেনার জহিরুল ইসলাম প্রমুখ।
মোটামুটি ভাবে সকাল ১০টা ৩০ মিনিট থেকেই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। বিভিন্ন স্থানের অনুষ্ঠানে পৃথক পৃথক ভাবে উপস্থিত ছিলেন, বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, জনপ্রতিনিধিগন কলেজের অধ্যাপক, শিক্ষা কর্মী, ছাত্র ছাত্রী সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখার নেত্রীবৃন্দ ও কর্মীরা।
মুখ্যমন্ত্রী নির্দেশিত এই রাখি বন্ধন উৎসব রীতিমত সমৃদ্ধ হয় উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে।রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই বাগদার বিভিন্ন মোড় ও রাস্তায় জমে ওঠে উৎসবের রঙিন পরিবেশ।
তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী ও নেত্রীরা রাস্তা দিয়ে যাওয়া পথচারী, সাইকেল আরোহী, মোটরবাইক চালক এমনকি দোকানদার ও শ্রমিকদের হাতেও রাখি বেঁধে শুভেচ্ছা জানান। সকলের কপালে তিলক এঁকে তারা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন।

উপস্থিত বিশিষ্টজনেরা জানান, “রাখি বন্ধন কেবল একটি উৎসব নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধনকে দৃঢ় করার দিন। তাই রাজনৈতিক বিভেদ ভুলে তাঁরা সকলেই আজ একসূত্রে বাঁধা।” এদিন তৃণমূলের কর্মীরা এলাকার বিভিন্ন বয়স্ক মানুষ, শিশু ও মহিলাদের হাতেও রাখি পরিয়ে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ সমাজে শান্তি ও ঐক্যের বার্তা ছড়াতে বড় ভূমিকা পালন করে। সবার অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও বৃদ্ধি পায়। সারাদিন ধরে চলা রাখি বন্ধন উৎসব বাগদার মানুষের মনে আনন্দ ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল স্মৃতি হিসেবে থেকে যাবে।










