আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

রাজ্য

বিদ্যালয়েই জন্মদিন পালিত হল চতুর্থ শ্রেণীর ছাত্রী স্নেহার

নীরেশ ভৌমিক : কত ৫ আগস্ট ছিল চাঁদপাড়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী স্থানীয় ঢাকুরিয়া গ্রামের বাসিন্দা স্নেহা সাহার দশম বার্ষিক জন্মদিন। স্নেহার পিতা তাপস বাবু এবং মাতা চন্দ্রা দেবী এবার কন্যার জন্মদিনটি স্কুলে পালন করার ইচ্ছা প্রকাশ করেন। এতে কন্যা স্নেহাও খুবই খুশি। ইচ্ছে মতো তাপস বাবু স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলেন। এই প্রস্তাবে স্কুল কর্তৃপক্ষ সম্মতি দিলে সন্তোষ প্রকাশ করেন সস্ত্রীক তাপস বাবু।জন্মদিনের আনন্দ সতীর্থ বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার আনন্দে অতিশয় খুশি স্নেহাও। স্কুলেই মেয়ের জন্মদিন পালনের জন্য তাপস বাবু আয়োজন শুরু করেন। শুধু স্নেহার সহপাঠীগণ নয় স্কুলের সকল ছাত্র-ছাত্রীগণের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়।স্কুল স্পোর্টসে বিদ্যালয়ের সেরা ছাত্রী এবং রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্নেহার দশম বর্ষের জন্মদিনে আশীর্বাদ সহ নানা উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার সরকার সহ সকল শিক্ষক-শিক্ষিকাগণ। শুধু তাই নয় সহপাঠিরাও তাদের প্রিয় বন্ধুর হাতে নানা উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা জানায়। উপস্থিত সকলের করতালির মধ্যে ১০টি মোমবাতি জ্বালিয়ে এবং কেক কেটে সকলের মুখে তুলে দেয় স্নেহা নিজেই। পরিশেষে সকল পড়ুয়াকেই মধ্যাহ্নভোজনে আপ্যায়িত করা হয়। ভাত, ভেজ ডাল, মুরগির মাংস, চাটনি, পাপড় এবং শেষ পাতে ছিল রসগোল্লাও। রান্নাও হয়েছিল বেশ ভালই। স্নেহার জন্মদিনে বিদ্যালয়ে এমন আহার পেয়ে যাওয়ার পর নাই খুশি বিদ্যালয়ের সকল পড়ুয়ারাই। সকলেই ছোট্ট স্নেহার জীবনে আরও সাফল্য কামনা করেন। উপস্থিত অভিভাবক’গণও তাপস বাবুর এই মহতী কাজকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *