আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবজেলার খবরসভা ও সমাবেশসাহিত্য ও সংস্কৃতি।

কবিগুরুর তিরোধান দিবসে গোবরডাঙ্গা লেখক শিল্পী সংসদের রবীন্দ্র প্রণাম

নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও গত ২২ শে শ্রাবণ বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করেন গোবরডাঙ্গার লেখক শিল্পী সংসদের রবীন্দ্র প্রেমী সদস্য-সদস্যাগণ।

এদিন অপরাহ্নে গোবরডাঙ্গা গবেষণা পরিষদের রাখালদাস বন্দ্যোপাধ্যায় কক্ষে বিশিষ্ট সংগীত শিল্পী কুমকুম চ্যাটার্জীর কন্ঠে কবিগুরুর লেখা সংগীতের মধ্য দিয়ে আয়োজিত কবিগুরু স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা হয়।

প্রবীন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত রবীন্দ্র বন্দনার অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি শ্রী শংকর, আজিজুর রহমান, সেবা ফার্মাস সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার, গোবরডাঙ্গা গবেষণা পরিষদের সম্পাদক প্রধান শিক্ষক দীপক কুমার দাঁ প্রমুখ।

লেখক শিল্পী সংসদের সম্পাদক বিশিষ্ট লেখক ও সাংবাদিক বাসুদেব মুখোপাধ্যায় স্বাগত ভাষণে ওপার বাংলায় কবির বাসস্থান, জমিদারি সহ কবির জীবনের অজানা অনেক কাহিনী তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন। বহুমুখী প্রতিমার অধিকারী কবির জীবনের আলোকপাত করে বক্তব্য রাখেন

দীপক কুমার দাঁ, সাংবাদিক পাঁচু গোপাল হাজরা, আজিজুর রহমান ও বর্ষিয়ান কবি শ্রী শংকর প্রমূখ।সংগীত পরিবেশন করেন ঋদ্ধি প্রামাণিক, কবিতা বিশ্বাস, রবিশঙ্কর মন্ডল ও রেখা বালা প্রমূখ। রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনান বিভা বিশ্বাস, নৃত্য পরিবেশন করে স্কুল ছাত্রী তিতলি পাল,

স্বরচিত কবিতায় কবিকে শ্রদ্ধা জানান প্রবীণ কবি নব কুমার বিশ্বাস, শিক্ষক ও সাংবাদিক সুদিন গোলদার সহ উপস্থিত কবিগন। পরিশেষে শিক্ষিকা কল্পনা পাল এর পরিচালনায় পরিবেশিত শ্রুতি নাটক ২২শে শ্রাবণ সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর প্রশংসা লাভ করে।

সংগীত, আবৃত্তি এবং কথায়-কবিতায় বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *