আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠানস্মরনসভা

গাইঘাটা আর্টিস্ট ফোরামের কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি চাঁদপাড়ায়

নীরেশ ভৌমিক : জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও সংস্থার সদস্য সঙ্গীত শিল্পীদের সমবেত কন্ঠে ‘তোমায় পড়েছে মনে’ সংগীতের মধ্য দিয়ে গত ৪ জুলাই মহাসমারোহে শুরু হল গাইঘাটা আর্টিস্ট ফোরাম আয়োজিত সঙ্গীত গুরু কিশোর কুমার এর ৯৬ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান।

সন্ধ্যায় চাঁদপাড়া বাজার পার্শ্বস্থ তৃণমূল কংগ্রেস কার্যালয় অঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, অঞ্জনা বৈদ্য, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস, উপ-প্রধান বৈশাখী বর, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, সমাজকর্মী শ্যামল বিশ্বাস, কপিল ঘোষ প্রমূখ।

উদ্যোক্তারা সকলকে উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করেন। ফোরামের সম্পাদক অমিত মজুমদার সকলকে স্বাগত জানান। সুসজ্জিত আলোকোজ্জ্বল মঞ্চে কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও কিশোর কুমারের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে

শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রখ্যাত সঞ্চালক সাকিল আনসারির পরিচালনায় সংস্থার সদস্য শিল্পী নেহা, মনীষা, সায়িকা, অনুরাগ, বাপ্পা এবং শিশু পুত্রকে সাথে নিয়ে প্রিয় শিল্পী কিশোর কুমারের তিনটি গান গেয়ে শোনান জয়দেব মজুমদার,

কিশোর কুমার ও তার পুত্র অমিত কুমারের অত্যন্ত কাছের মানুষ প্রখ্যাত মিউজিসিয়ান অশোক ভদ্র তার বক্তব্যে কিশোরজী অমিত কুমারের সাথে তাঁর নিকট সম্পর্কের কথা তুলে ধরেন এবং একটি গান গেয়ে শোনান।

স্বনামধন্য সঞ্চালক সাকিল আনসারি লুঙ্গি পরে এবং অভিনয় করে কিশোর কুমার ও মান্না দে’র গাওয়া চলচ্চিত্রের একটি গান গেয়ে উপস্থিত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর মন জয় করে নেন।

রাতে গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধা জানান প্রখ্যাত সঙ্গীত শিল্পী তরুণ সরকার, দেবারতি দাশগুপ্ত মৌ চ্যাটার্জী, মাম্পি সাহা, ইন্দ্র প্রমূখ গায়ক’গণ।

আর্টিস্ট ফোরামের অন্যতম সদস্য বিশিষ্ট যন্ত্র সংগীত শিল্পী অনির্বাণ মল্লিক জানান অনেক রাত অবধি বহু সংগীত প্রেমী মানুষ শিল্পীদের গাওয়া গানগুলি শোনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *