বাগদার অরক্ষিত সীমান্ত পথে রাতে দালালের সহযোগীতায় অব্যহত অবৈধ অনুপ্রবেশ বিএসএফের হাতে গ্রেফতার ২৬ পরে পুশব্যাক
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের জিৎপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের কর্তব্যরত জওয়ানরা পুরুষ ও মহিলা মিলে মোট ২৬ জনকে আটক করেছে বলে জানা গেছে। এদেরকে এবার মানবিক কারনে ভারত বাংলাদেশ সীমান্তের ৫৩ নং পিলারের কাছে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যস্ততায় বিজিবির পদস্থ অফিসারের নিকট হস্তান্তর করা হয়।
জানা গেছে, বিএসএফের সর্ব্বদা সতর্ক অফিসাররা নির্ভরযোগ্য সুত্রে খবর পেয়ে বেয়ারা বাজার এলাকার রাজ্জাক মোল্লার বাড়ি থেকে উক্ত বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়। এই অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেফতার অভিযানকারী দলের মধ্যে ছিলেন, বিএসএফের এসি জি ডি পুন্ডির, সি/জি উদয় রায়,সিটি/ডিভিআর জশবিন্দর সিং, সিটি/ডিভিআর এসি গাওখওয়াহ, সিটি উমেশ কুমার, সিটি আহমেদ আলী, সিটি মোহর বর্মা, সিটি/ডিভিআর জোগা সিং, সিটি/মি প্রেমিলা কুমার প্রমৃখ। পরে আটক বাংলাদেশীদেরকে বিজিবির সাথে আলোচনাক্রমে আনুষ্ঠনিক ভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।